ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

ব্রাজিলের বিপক্ষে সেই গোলই সেরা: ডি মারিয়ার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ২৮ ১২:৩৫:৪৬
ব্রাজিলের বিপক্ষে সেই গোলই সেরা: ডি মারিয়ার

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সহজ ছিল না। সামনে যখন আরেকটি বিশ্বকাপ, তখন জাতীয় দলে ফেরার টান থাকাটাই স্বাভাবিক। তবুও আবেগ নয়, বাস্তবতাকেই প্রাধান্য দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তার মতে, দেশের জার্সিতে যা পাওয়ার ছিল, সবই পাওয়া হয়ে গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস–কে দেওয়া এক সাক্ষাৎকারে রোজারিও সেন্ট্রালের এই অভিজ্ঞ ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে দেন, নতুনদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে।

তার কথায়,

“ফেরার ইচ্ছা যে একেবারেই নেই, তা নয়। কিন্তু আমার অধ্যায় শেষ। আমি যা স্বপ্ন দেখেছিলাম, সব পূরণ হয়েছে। এখন নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময়।”

কোপা জয়ের রাত যেন সিনেমার দৃশ্য

ডি মারিয়া জানান, ২০২২ কাতার বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে সরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু সতীর্থদের অনুরোধে শেষবারের মতো কোপা আমেরিকায় অংশ নেন।

আর সেই সিদ্ধান্তই এনে দেয় এক আবেগঘন সমাপ্তি।

“কোপা আমেরিকা জয়ের অনুভূতিটা ছিল একেবারে সিনেমার মতো,”—বলেছেন তিনি।

বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে তার করা গোল আজও তার ক্যারিয়ারের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে আছে।

তিনি বলেন,

“২৮ বছর কোনো শিরোপা না পাওয়ার হতাশা ছিল বড় চাপ। ক্লাব ফুটবলে সাফল্য পেলেও দেশের হয়ে ট্রফি না জেতার কষ্টটা আলাদা। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে আমার গোল—এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি।”

বিশ্বকাপের স্বাদ আলাদা, তবুও সব ট্রফিই সমান গুরুত্বপূর্ণ

কাতার বিশ্বকাপ জয় প্রসঙ্গে ডি মারিয়া স্বীকার করেন, এই অর্জনের গুরুত্ব অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি। তবে তার মতে, প্রতিটি শিরোপার পেছনেই থাকে ত্যাগ আর পরিশ্রমের গল্প।

ক্যারিয়ারে জেতা ৩৭টি ট্রফির কথা উল্লেখ করে তিনি বলেন,“একটিকেও ছোট করে দেখার সুযোগ নেই। প্রতিটির পেছনে কঠোর লড়াই আছে।”

মেসি ও রোনালদো: দুই ভিন্ন ধাঁচের কিংবদন্তি

দুই সময়ের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েও নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন ডি মারিয়া।

তার মতে, রোনালদো সাফল্য পেতে নিরলস পরিশ্রমের প্রতীক, আর মেসি জন্মগত প্রতিভার এক অনন্য উদাহরণ।

“ক্রিস সবসময় নিজেকে সেরা রাখার জন্য কঠোর পরিশ্রম করেছে। আর লিও খুব স্বাভাবিকভাবেই মাঠে নেমে জাদু দেখিয়ে দেয়—তার প্রতিভাটা ঈশ্বরপ্রদত্ত,”—বলেন তিনি।

রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে রোনালদোর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসাও করেন ডি মারিয়া।

“ওর মতো পেশাদার মানসিকতা খুব কম দেখা যায়। দীর্ঘ সময় একই মান ধরে রাখা সত্যিই অসাধারণ। তবে মেসির যুগে খেলায় তার লক্ষ্য অর্জনটা আরও কঠিন হয়ে গিয়েছিল।”

গৌরবময় বিদায়

দেশের জার্সিতে কোপা আমেরিকা ও বিশ্বকাপ—দুই বড় শিরোপা জিতে তৃপ্তির হাসি নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন ডি মারিয়া। তবে ব্রাজিলের বিপক্ষে সেই ফাইনালের গোলই তার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।

একটি অধ্যায়ের শেষ, কিন্তু স্মৃতিগুলো থাকবে আজীবন।

আল-মামুন/

ট্যাগ: খেলার খবর লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল ডি মারিয়া Lionel Messi আর্জেন্টিনা জাতীয় দল কাতার বিশ্বকাপ ২০২২ Argentina national team ক্রিশ্চিয়ানো রোনালদো Cristiano Ronaldo মেসি বনাম রোনালদো Trending Football News sports news Bangladesh অ্যাঞ্জেল ডি মারিয়া Angel Di Maria Di Maria retirement Di Maria Argentina retirement ডি মারিয়ার অবসর জাতীয় দল থেকে অবসর ডি মারিয়া Argentina football team আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী তারকা Argentina World Cup winner Qatar World Cup 2022 Argentina আর্জেন্টিনা বিশ্বকাপ জয় Argentina World Cup champion কোপা আমেরিকা ২০২১ Copa America 2021 final ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফাইনাল Argentina vs Brazil final ডি মারিয়ার গোল ব্রাজিলের বিপক্ষে Di Maria goal vs Brazil Maracana final goal Copa final goal Di Maria আর্জেন্টিনার কোপা জয় Argentina Copa champion ২৮ বছরের শিরোপাখরা Argentina trophy drought আন্তর্জাতিক ফুটবল অবসর football retirement news ফুটবল অবসর খবর Messi vs Ronaldo Di Maria Messi teammate Real Madrid Di Maria Ronaldo রিয়াল মাদ্রিদ ডি মারিয়া Rosario Central Di Maria রোজারিও সেন্ট্রাল আর্জেন্টাইন ফরোয়ার্ড Argentine winger football interview Di Maria ডি মারিয়ার সাক্ষাৎকার Spanish newspaper AS interview এএস সাক্ষাৎকার football breaking news ফুটবল খবর আজকের আন্তর্জাতিক ফুটবল সংবাদ Copa America hero Di Maria Argentina legend Di Maria Argentina trophy 37 titles Di Maria career trophies বিশ্বকাপ ও কোপা জয়ী ফুটবলার Argentine football legend football emotional retirement story sports feature news Google Discover football news viral football story Argentina star farewell

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ