ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

করোনা নিয়ে বিশাল সুখবরঃ যে নিয়ম মানলেই বাঁচবে কোটি কোটি প্রাণ

লাইফস্টাইল ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ এপ্রিল ০১ ১৬:২২:৫০
করোনা নিয়ে বিশাল সুখবরঃ যে নিয়ম মানলেই বাঁচবে কোটি কোটি প্রাণ

প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ এড়াতে যে বিষয়টির দিকে বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তা হল সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব মেনে চললে করোনার সংক্রমণে অর্ধেক মৃত্যু ঠেকানো সম্ভব বলেই জানিয়েছেন গবেষকরা।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যবিধি অনুসরণ করার পাশাপাশি পরস্পরের মধ্যে কমপক্ষে ৩ ফুট বা ১ মিটার দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়ানো, গণপরিবহন ব্যবহার না করার মতো বিষয়গুলো মেনে চলতে হবে। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একদল গবেষক একটি গাণিতিক মডেল তৈরি করেছেন।

গাণিতিক মডেলের ফলাফলে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকেরা জানিয়েছেন, করোনা মহামারিতে চলতি বছর মারা যেতে পারে দুই কোটির মতো মানুষ। তবে সামাজিক দূরত্ব মানা না হলে চলতি বছর মৃত্যু চার কোটি ছাড়িয়ে যেতে পারে। সামাজিক দূরত্ব আরো আগ থেকে মানা হলে ৩ কোটি ৮৭ লাখ মৃত্যু এড়ানো যেত। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সামাজিক দূরত্ব মেনে চলার প্রতি জোর দিয়ে যাচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে