ঢাকা, রবিবার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

ভবিষ্যৎবানী: ২০২১ টি-২০ বিশ্বকাপ জিতবে কে আগাম জানিয়ে দিলেন ড্যারেন সামি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ আগস্ট ২৩ ১৫:৩৩:২৯
ভবিষ্যৎবানী: ২০২১ টি-২০ বিশ্বকাপ জিতবে কে আগাম জানিয়ে দিলেন ড্যারেন সামি

এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের আসরগুলোতে ক্যারিবিয়ানরা সেমি ফাইনালে খেলেছে ৪ বার। দুই আসরের শিরোপাও ঘরে তুলেছে তারা। ২০১২ টি-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের পর ২০১৬ সালের আসরেও শিরোপা নিজেদের করে নেয় তারা। বর্তমানে চ্যাম্পিয়ন দলটির দিকে তাই প্রত্যাশার পারদটাও যেন কিছুটা বেশিই।

সংযুক্ত আরব আমিরাতে মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-২০ বিশ্বকাপের এবারের আসরেও অন্যতম ফেবারিট দল হিসেবেই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ এমনটাই মনে করছেন ক্যারিবিয়ানদের সাবেক অধিনায়ক ড্যারেন সামি। সম্প্রতি এ সাক্ষাৎকারে সামি জানান এবারের বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরবে ওয়েস্ট ইন্ডিজ। তাদের দলের শক্তিমত্তা ও গত তিন বিশ্বকাপের ইতিহাসও তুলে ধরেন সাবেক এই অধিনায়ক।

সামি বলেন, ‘’এটা বলতে আমার কোন বাধা নেই এবারও ওয়েস্ট ইন্ডিজ কাপ উঁচিয়ে ধরবে। যখন আপনি এই দলটির দিকে দেখবেন! সবাই বলবে আমি পাগলের প্রলাপ বকছি। কিন্তু সর্বশেষ তিনটি টুর্নামেন্টে দেখেন আমরা কিন্তু সেরা চারে যেতে সক্ষম হয়েছি যার মধ্যে দুটিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।‘’

বর্তমানে ক্রিকেট বিশ্বে ফেরি করে বেড়াছেন ওয়েস্ট ইন্ডিজ দলের বেশ কিছু তারকা ক্রিকেটার। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল কিংবা কাইরন পোলার্ডদের মত বড় তারকারা একই দলে থাকার কারনে প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়ার মত সামর্থ্য রয়েছে দলটির। অভিজ্ঞতার বিচারেও বেশ এগিয়ে রয়েছে তারা। সামি মনে করেন দলে যে সকল তারকা ক্রিকেটাররা রয়েছে তারা প্রতিপক্ষকে যেকোনো সময়ই আক্রমণ করতে সক্ষম।

সাবেক এই ক্যারিবিয়ান অধিনায়কের ভাষ্য, “এই দলের ক্রিকেটার দেশেই সক্ষমতা রয়েছে। আপনি অধিনায়ক পোলার্ডের দিকে দেখুন। ইউনিভার্স বস ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ফেবিয়্যান অ্যালেন, এভিন লুইস। কি বলব আমি চাইলে আপনাকে আরো বড় একটি লিস্ট ধরিয়ে দিতে পারি যারা আপনাকে যে কোন সময় আক্রমণ করেত পারে”।‘’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ