ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

শেষ মূহুর্তে সিরিজি নির্ধারণী ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৫ ১৩:৫০:১৭
শেষ মূহুর্তে সিরিজি নির্ধারণী ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলো ওপেনিং জুটি। মাত্র ৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে লিটন দাস ও নাইম শেখ হতাশ করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দলের বড় স্কোরের ভিত্তি গড়ে দিয়েছিলেন এই দুই ব্যাটসম্যান। ফলে তৃতীয় ম্যাচেও ওপেনিং জুটিতে থাকতে পারেন তারা। ফলে এই ম্যাচেও আরেক বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার থাকছেন একাদশের বাইরে।

গত ম্যাচে সাকিব আল হাসানের বদলি হিসেবে তিন নম্বরে নেমেছিলেন মুশফিকুর রহিম। তবে এই পজিশনে ব্যর্থ ছিলেন মুশফিক। ফলে সাকিবকে তিন নম্বর পজিশনে দেখা গেলে চার নম্বরে দেখা মিলতে পারে মুশফিকের।

মিডল অর্ডারে আরেক ভরসার নাম মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ছিলেন ৩২ বলে ৩৭ রান করে। তাই এই ম্যাচেও ভরসার নাম হয়েই থাকছেন অধিনায়ক রিয়াদ। তৃতীয় ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসছে না এমন আভাস মিলেছিলো নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছে। তাই ব্যাটিং অর্ডারে নুরুল হাসান সোহানের সাথে থাকছেন আফিফ হোসেন ধ্রুব।

স্পিন বোলিং বিভাগে সাকিব আল হাসানের সাথে দেখা যেতে পারে শেখ মাহাদি হাসান এবং নাসুম আহমেদ। এছাড়া পেস বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমানের সাথে মোহাম্মদ সাইফুদ্দিনকেই দেখা যেতে পারে তৃতীয় ম্যাচের একাদশেও।

এক নজরে দেখে নেয়া যাক তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা এলাদশ

লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহাদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান।

দুই দলের মধ্যকার তৃতীয় ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রবিবার বিকাল ৪টায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ