ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আউট, আউট, আউট, সাইফউদ্দিনের জোড়া শিকার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৫ ১৬:৩৪:৫৭
আউট, আউট, আউট, সাইফউদ্দিনের জোড়া শিকার

এক ওভারে দুই উইকেট নিয়ে কিউইদের বেশ চাপে ফেলে দিলেন সাইফউদ্দিন। সফরকারীদের সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেটে ৪৭ রান

পাওয়ার প্লে

নিউজিল্যান্ড: ৪০/১ (৬ ওভার)

রাচীন রবীন্দ্র-১০ (৯)

উইল ইয়ং: ১৪ (১৬)

মোস্তাফিজুর রহমান ১/০

নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন: কিউইদের প্রথম উইকেটের পত্ন। দলের দুই ওপেনার ফিন অ্যালেন ও রাচীন রবীন্দ্র মিলে দারুণ শুরুর ইংগিত দিলেও তৃতীয় ওভারেই ফিরতে হয়েছে ফিনকে। ১০ বলে ৩ চারে ১৫ রান করা ফিন মোস্তাফিজের প্রথম ওভারের প্রথম বলেই ক্যাচ দেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে।

টস: টি-টোয়েন্টি ক্যারিয়ারে একশতম ম্যাচ খেলতে নামলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগারদের অধিনায়কের দারুণ এই মাইলফলকের ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে আজ রোববার তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক দল।

প্রথম ম্যাচে কিউইদের ৬০ রানে অল-আউট করে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৪২ রানের লক্ষ্য দিয়ে ৪ রানে হারায় কিউইদের।

আজ সিরিজ নিশ্চিতের ম্যাচে টস হেরে বোলিং করার আমন্ত্রণ পেয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এই ম্যাচে মুশফিকুর রহিমের কিপিং করার কথা থাকলেও গত দুই ম্যাচে কিপিং করা সোহান সামলাবেন এই দায়িত্ব।

পরিবর্তন আসেনি বাংলাদেশের একাদশে। তিন পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের একাদশে। ডগ ব্রেসওয়েল, বেন সেয়ার্স ও হামিশ বেনেটের পরিবর্তে জায়গা হয়েছে ফিন অ্যালেন, জ্যাকব ডাফি ও স্কট কাগলিনের।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, টম ব্লান্ডেল, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, এজাজ প্যাটেল, ফিন অ্যালেন, জ্যাকব ডাফি ও স্কট কুগেলিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ