ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

যে আক্ষেপ নিয়ে ক্যারিয়ার শেষ করতে হয়েছে পেলেকে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৫ ২২:৫৯:৩৫
যে আক্ষেপ নিয়ে ক্যারিয়ার শেষ করতে হয়েছে পেলেকে

বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ানদের ভালোবাসার কালো মানিক।এখন পর্যন্ত লাতিন অ্যামেরিকার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি।এতসব রেকর্ডের মাঝেও একটা রেকর্ড কখনো তিনি করতে পারেন নি,তা হচ্ছে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়া।

পেলে তার ক্যারিয়ারে মোট ৪ টা বিশ্বকাপ খেললেও কখনো হতে পারেননি সর্বোচ্চ গোলদাতা।১৯৫৮ সালের বিশ্বকাপে সেরা উদীয়মান প্লেয়ার হলেও হতে পারেননি সর্বোচ্চ গোলদাতা।১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ফ্রান্সের জ্য ফন্টেইন।তবে সেই বিশ্বকাপে ৬ গোল করে তিনি তার আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন ফুটবল বিশ্বকে।

১৯৬২ সালে ব্রাজিল বিশ্বকাপ জিতলেও পেলের পারফর্মেন্স ছিল ম্লান।মাত্র এক গোল করেন কিংবদন্তী এই প্লেয়ার।সেবার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার উঠে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক গারিঞ্জার হাতে।১৯৬৬ সালের বিশ্বকাপেও পেলের পারফর্মেন্স ছিল হতাশাজনক।সেই আসরেও পেলে করেন মাত্র এক গোল।৯ গোল করে সেবার সর্বোচ্চ গোলদাতা হন পর্তুগিজ কিংবদন্তী ইউসিবিও।

নিজের শেষ বিশ্বকাপে পেলে ফিরেন তার চেনা রূপে।তার হাত ধরেই ব্রাজিল জিতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ।৪ গোল করে হন তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।পেলে সেরা খেলোয়াড়র নির্বাচিত হলেও,১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেন জার্মান কিংবদন্তী গার্ড মুলার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ