ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আবারও গোল বন্যা দখলো ফুটবল বিশ্ব গুনে গুনে ৬ গোল দিলো জার্মানি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৬ ১০:১০:৩৩
আবারও গোল বন্যা দখলো ফুটবল বিশ্ব গুনে গুনে ৬ গোল দিলো জার্মানি

দাপুটে ফুটবলে শুরু থেকেই প্রতিপক্ষকে তটস্থ রাখে জার্মানরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে দেন সার্জি জিনাব্রি। নয় মিনিট পর আরও এক গোল তার। ১৫ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি।

এরপর প্রথমার্ধে আরও দুই গোল তুলে নেয় স্বাগতিকরা । ৩৫ মিনিটে মার্কো রিউস, ৪৪ মিনিটে জাল কাঁপান টিমো ওয়ার্নার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটের মাথায় ব্যবধান ৫-০ করেন ইয়োহান হফম্যান। এরপর অনেকটা সময় জার্মানদের আটকে রেখেছিল আর্মেনিয়া।

কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে অাধ ডজন মিশন পূর্ণ করে দেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্মেনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন করিম আদেমি।

এই ম্যাচের পর পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে 'জে' গ্রুপের শীর্ষেই আছে জার্মানি। সমান ম্যাচে তিন জয়, এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্মেনিয়া।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ