ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা করলো পিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৬ ১৩:৫৬:৪৭
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা করলো পিসিবি

মালিকের জায়গা না হলেও পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আছেন হাফিজ।

ঘোষিত স্কোয়াডে রিজার্ভ ক্রিকেটার রাখা হয়েছে ৩ জন। এদের মধ্যে আছেন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামানও। মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন সাবেক কিংবদন্তি মঈন খানের ছেলে আজম খান। বাবর আজমের নেতৃত্বাধীন দলের সহ-অধিনায়কের ভূমিকায় রয়েছেন শাদাব খান।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এই স্কোয়াড ঘোষণা করে পিসিবি। ঘোষিত স্কোয়াডটি বিশ্বকাপ ছাড়াও নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে খেলবে। স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের।

আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে কখনও হারাতে পারেনি দলটি। তবে এবার ভারতকে হারিয়েই বাবর আজমরা বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু করবেন বলে আশা প্রকাশ করেছেন দলের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।

একনজরে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, সোহাইব মাকসুদ, আজম খান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি।

রিজার্ভ খেলোয়াড় : ফখর জামান, শাওনেওয়াজ দহনি, উসমান কাদির।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ