ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে রুবেল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৬ ১৬:০৯:২৪
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে রুবেল

তারই ধারাবাহিকতায় যে কোন এক সময়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, “আমাদের তিনজন স্পিনার আছেন, চারজন পেসার আছে। সেখানে একটা ব্যাপার হতে পারে যে দুবাইতে আমরা একজন পেসার বাড়তি নিয়ে যাব কিনা”।

“এই ব্যাপারগুলো চূড়ান্ত করার ব্যাপার আছে। আসলে আমরা কী করবো, পেসার একজন বাড়তি নেবো কিনা, স্পিনার কয়জন থাকবে, বাড়তি কোনও ব্যাটসম্যান থাকবে কিনা, সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

সে ক্ষেত্রে কপাল খুলতে পারে ফাস্ট বোলর রুবেল হোসেনের। ধারণা করা হচ্ছে একজন অতিরিক্ত ফাস্ট বোলার নিয়ে বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ। অন্যদিকে তামিম ইকবালের অভাব পূরণের জন্য অতিরিক্ত একজন ব্যাটসম্যান থাকতে পারে। তবে রুবেল হোসেনের থাকার সম্ভাবনা অনেকটাই বেশি।

চলতি নিউজিল্যান্ড সিরিজের দলে আছে ১৯ জন। এদের ভেতর থেকেই চূড়ান্ত ১৫ হবে না বাইরে থেকে কাউকে যোগ করা হবে, এই প্রশ্নে অবশ্য সোজাসুজি উত্তর সাবেক অধিনায়কের, ‘এই ১৯ জন থেকেই ১৫ জন বেছে নিতে হবে। আমার মনে হয় যে এখন যে দলটা থাকছে, আমরা কিন্তু ধারাবাহিক খেলছি এবং সবাইকে সুযোগ দিচ্ছি। এবং বিশ্বকাপের আগে খুব একটা সুযোগ নেই সেখানে নতুন কাউকে দেখার। যেহেতু দল ভালো করছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়ার্ড : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, শেখ মেহেদী হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ