ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

৩য় ম্যাচ হারের পরেই নতুন ১ জন হার্ডহিটার ব্যাটসম্যানের দলে ডাক পাওয়ার ইঙ্গিত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৭ ০৯:১৩:০৪
৩য় ম্যাচ হারের পরেই নতুন ১ জন হার্ডহিটার ব্যাটসম্যানের দলে ডাক পাওয়ার ইঙ্গিত

গতকাল শনিবার বিকেলে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, আগামীকালই তারা বসে মোটামুটি দল চূড়ান্ত করবেন।

সুমন বলেন, ‘আমা’দের তিনজন স্পিনার আছে, পেসার চারজন। সেখানে আর একজন পেসার নিয়ে যাওয়া হবে, নাকি আরও একজন ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি ঘটবে, সে চিন্তাও চলছে।

সেটা কালই চূড়ান্ত হবে।’ যদি তাই হয়, তাহলে দল ঘোষণা কবে? সুমনের কণ্ঠে আভাস, ৬ কিংবা ৭ সেপ্টেম্বর।

এদিকে আজ রাতে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু 4জানিয়েছেন, ‘আ মর’া ৬ সেপ্টেম্বরের ভেতর সবকিছু ঠিক করে ফেলব। আপনারা (মিডিয়া) ৬ তারিখের মধ্যেই দল পেতে পারেন।’

এখন যে দলটি আছে, তার বাইরে কি কারও অন্তর্ভুক্তির সম্ভাবনা আছে? নান্নুও বললেন হাবিবুল বাশার সুমনের মতোই। একজন পেসার কিংবা একজন ব্যাটসম্যান ঢুকতে পারেন।

তামিম ইকবাল স্বেচ্ছায় সরে দাঁড়ানোয় একজন ব্যাটসম্যান নেওয়ার সুযোগ আছে। যদিও ওপেনিং পজিশনে শূন্যতা তৈরি হয়নি।

দলে আছেন তিন ওপেনার-লিটন দাস, সৌম্য সরকার ও নাইম শেখ। যদি একজন ব্যাটসম্যান অন্তর্ভুক্ত করা হয়, তবে তিনি কে ‘হতে পারেন? সরাসরি না বললেও প্রধান নির্বাচকের কথায় মৃদু ই’ঙ্গিত, বিশ্বকাপ দলে ঢুকতে পারেন নাজমুল হোসেন শান্ত

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ