ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার ক্রিকেটারের নাম জানালেন শেন ওয়ার্ন

সোমবার সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিন ইংল্যান্ডকে ২১০ রানে অলআউট করে দিয়ে ১৫৭ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত। বিনা উইকেটে ৭৭ রানে খেলা শুরুর পর শেষদিন ৬০.২ ওভারে ১৩৩ রান তুলতেই ১০ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। যার সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
এমন রোমাঞ্চকর এক জয়ের পর ভারতীয় অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার শেন ওয়ার্ন। তার মতে, পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টার কোহলিকে দলে পেয়ে এক পাওয়ার হাউজে পরিণত হয়েছে ভারত। স্কাই স্পোর্টসে ম্যাচ পরবর্তী আলোচনায় এসব কথা বলেছেন ওয়ার্ন।
তার ভাষ্য, ‘সবাই তার (কোহলি) দিকে তাকিয়ে থাকে। দলের সব খেলোয়াড়ের সম্মান পাচ্ছে সে। তারা সবাই কোহলিকে সাপোর্ট দেয় এবং তার জন্যই খেলে। যেকোনো অধিনায়কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে দল তার জন্য খেলে। আমার মতে, কোহলি যেভাবে নিজেকে পরিচালিত করে, আমাদের সবার উচিত তাকে ধন্যবাদ দেয়া।’
ওয়ার্ন আরও যোগ করেন, ‘কোহলি টেস্ট ক্রিকেটকে ভালোবাসে এবং এটাকে প্রাধান্য হিসেবে দাঁড় করিয়েছে। বিশ্ব ক্রিকেটের একটা পাওয়ার হাউজ ভারত এবং তারা এই গ্রহের সবচেয়ে বড় সুপারস্টারকে পেয়েছে। কোহলি টেস্ট ক্রিকেটকে গুরুত্বপূর্ণ বলে অস্ট্রেলিয়ায় গিয়ে জিতেছে, ইংল্যান্ডে গিয়েও জিতছে।’
টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি শেন ওয়ার্ন। তার মতে, কোহলির মতো খেলোয়াড়রা টেস্ট ক্রিকেটকে হৃদয়ে ধারণ করে। তাই কোহলিরা যতদিন আছে, টেস্ট ক্রিকেটও ভালোভাবেই বেঁচে থাকবে বিশ্বাস ওয়ার্নের।
তিনি বলেন, ‘সে সবার মধ্যে একটা বিশ্বাস এনে দিয়েছে। খেলাধুলায় সাফল্য পেতে বিশ্বাসটা খুব জরুরি। আপনার দল যত ভালোই হোক, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে জিততে পারবেন না। কোহলি তার দলে সে বিশ্বাসটা এনে দেয়, যা দেখা দারুণ অনুভূতি। টেস্ট ক্রিকেট দীর্ঘজীবী হোক, যখন আমাদের কোহলি আছে। লম্বা সময় ধরে খেলতে থাকো (কোহলি)।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: বৃষ্টির কারণে বন্ধ দ্বিতীয় টেস্ট ম্যাচ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- ফিফা ক্লাব বিশ্বকাপ : দ্বিতীয় পর্ব নিশ্চিত ১৬ দলের, সময় সূচি প্রকাশ
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক
- বিনিয়োগকারীদের জন্য তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা