ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আফগানিস্তানকে বিশ্বকাপে দেখতে চায় না জানিয়ে দিলেন পেইন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১০ ১৫:৫১:১০
আফগানিস্তানকে বিশ্বকাপে দেখতে চায় না জানিয়ে দিলেন পেইন

আফগান নারীদের ক্রিকেট খেলতে নিষেধাজ্ঞা দেওয়ায় তাদের প্রতি মানবাধিকার ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন টিম পেইন। এ কারণে দলটিকে আর বিশ্বকাপে দেখতে চান বলেও জানিয়েছেন তিনি। বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পেইন বলেন, ‘আমার মনে হয় না, আমরা এমন দেশের সঙ্গে সম্পৃক্ত হতে চাই, যারা আক্ষরিক অর্থেই তাদের জনসংখ্যার প্রায় অর্ধেকের সুযোগ ও অধিকার কেড়ে নেয়। এটা দুঃখজনক। এই ধরনের একটি দল কিভাবে আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে খেলতে পারে, এটা দেখাটা খুব, খুব কঠিন হতে যাচ্ছে।’

আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট খেলার যোগ্যতা অর্জন করতে জাতীয় দলের পাশাপাশি নারী দলও থাকতে হবে দেশগুলোকে। সে হিসেবে আইসিসির নিয়ম বহির্ভূত পন্থা অবলম্বন করছে আফগানিস্তানের তালেবান সরকার। এ ছাড়া আফগান নারীদের প্রতি তারা যে বিদ্বেষমূলক আচরণ করছে তার প্রভাব বিশ্ব ক্রিকেটেও পড়বে বলে উল্লেখ করেন পেইন।

তিনি বলেন, ‘আইসিসির কাছ থেকে এখনও কিছু শুনিনি আমরা। বিমোহিত হয়ে যাওয়ার মতো ব্যাপার এটি, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের যখন আর মাত্র এক মাসের একটুর ওপরে বাকি। আমি ধারণা করতে পারি, দলগুলি যদি তাদের বিপক্ষে খেলতে না চায় এবং বিভিন্ন দেশের সরকার তাদেরকে ভ্রমণ করতে না দেয়, তাহলে তাদের পক্ষে অসম্ভব (বিশ্বকাপে অংশ নেওয়া)।’

নারীদের ক্রিকেট নিষিদ্ধ করায় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট না খেলার হুশিয়ারি দিয়েছিল অস্ট্রেলিয়া। আইসিসি এখনো চুপ থাকায় তাদের দৃষ্টি আকর্ষণ করে পেইন বলেন, ‘ক্রিকেট বা এই ধরনের খেলা, যেখানে মেয়েদের উন্মুক্ত হওয়ার সুযোগ আছে, সে ধরনের খেলার অনুমতি নেই ইসলাম ও ইসলামিক আমিরাতে।

ক্রিকেটে তারা এমন অবস্থার মুখোমুখি হতে পারে, যেখানে তাদের মুখ ও শরীর ঢাকা থাকবে না। ইসলামে মেয়েদের এভাবে দেখানোর সুযোগ নেই। এটা মিডিয়ার যুগ এবং তাদের ছবি ও ভিডিও থাকবে (ক্রিকেট খেললে), আর লোকে তা দেখবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ