ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

অজিদের টেস্ট অধিনায়ক পেইনের কথার পাল্টা জবাব দিলেন আসগর আফগান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১১ ২২:৩২:৪৩
অজিদের টেস্ট অধিনায়ক পেইনের কথার পাল্টা জবাব দিলেন আসগর আফগান

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পরে পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন দেশ তাদের বিরুদ্ধে চরম অবস্থানে দাঁড়িয়েছেন। সেই তালিকায় অস্ট্রেলিয়া রাজনীতি ছাড়িয়ে ক্রিকেট নিয়েও কথা তুলেছে। অজিদের টেস্ট অধিনায়ক পেইন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ আপত্তিজনক।

তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, আফগানিস্তানের নারী ক্রিকেটাররা খেলার সুযোগ না পেলে আফগানিস্তান পুরুষ দলের বিপক্ষে আগামী নভেম্বরে আসন্ন টেস্ট ম্যাচটি অস্ট্রেলিয়া খেলবে না। তবে আর কোনো ক্রিকেট বোর্ড ও আইসিসি এখনো কোনো মতামত দেয়নি।

পেইনের এই আপত্তিজনক কথার জবাব দিয়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক ও এখনো দলের গুরুত্বপূর্ণ সদস্য আসগর। তিনি বলেন, আইসিসির নিয়ম অনুযায়ী সকল টুর্নামেন্ট খেলার অধিকারই আফগানিস্তানের আছে।

আসগরের ভাষায়, “শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপেই নয়, আইসিসির নিয়ম অনুযায়ী আইসিসির সব টুর্নামেন্ট খেলার অধিকার আফগানিস্তানের আছে। আমি নিশ্চিত, আমাদের সাহসী ক্রিকেটাররা তাদের সেরাটা খেলবে এবং তাদের মেধার প্রমাণ দিবে।”

এর আগে অস্ট্রেলিয়ার পেইন বলেন, “এখন কি হয় তা দেখার বিষয়। দলটিকে কি বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হবে? দলগুলো যদি তাদের বিপক্ষে খেলতে না চায় এবং সরকার তাদের ভ্রমণ করতে না দেয় তাহলে তাদের পক্ষে বিশ্বকাপ খেলা অসম্ভব। এরকম একটা দল আইসিসির ইভেন্টে কীভাবে খেলতে পারে? কঠিন, খুব কঠিন।”

আফগানদের ইস্যুতে আইসিসির নীরবতা দেখেও অসন্তোষ জানান পেইন, “ক্রিকেট অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার সরকার, ক্রিকেটার্স এসোসিয়েশনের উদ্বেগ আমরা দেখেছি। কিন্তু আইসিসির কাছ থেকে এখনও কিছু শুনিনি। এটা অবাক করার মত। বিশ্বকাপ আর এক মাস দূরে আর আফগানিস্তান সেখানে আছে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ