ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

হাড্ডাহাড্ডি লড়াইয়ে এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১২ ১৯:২৫:৫৭
হাড্ডাহাড্ডি লড়াইয়ে এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ

৯০২ দিন পর গত ৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবলাঙ্গনে ফেরেন সাবিনারা। সেই ম্যাচে ১-২ গোলে হেরেছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দুই দিন পর দ্বিতীয় প্রীতি ম্যাচে নিজেদের সেরাটাই দেখিয়েছেন সাবিনারা। প্রথমার্ধে কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দুই দল গোলের চেষ্টা করে।

সিরাত জাহান স্বপ্না এবং সাবিনা খাতুনের সমন্বয়ে আক্রমণভাগ নেপালের রক্ষণভাগ ভালোই ব্যতিব্যস্ত রেখেছিল। নেপালও আক্রমণ করেছিল বাংলাদেশকে। গোলরক্ষক রুপনা চাকমা কয়েকটি সুন্দর সেভ করেন।

নেপালের বিপক্ষে বাংলাদেশ নারী দল কখনো জিততে পারেনি। এই পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে দুই দল। এর মধ্যে ছয়বার হেরেছে বাংলাদেশ। এটি দ্বিতীয় ড্র। প্রথম ড্রটি ছিল অলিম্পিক বাছাইয়ের ম্যাচে ইয়াঙ্গুনে ২০১৮ সালে।

বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য নেপালের সঙ্গে দুটি ম্যাচ খেলল। ১৪ সেপ্টেম্বর নেপাল থেকে উজবেকিস্তানের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা বাংলাদেশের। বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান ও জর্ডান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ