ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

১৬ ওভারেই শেষ বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৯ ১১:০৩:১৫
১৬ ওভারেই শেষ বাংলাদেশ

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিলো বাংলাদেশের যুবাদের। সিরিজের চতুর্থ ম্যাচে এসে বিতর্কিত মানকাডিং কাণ্ডে বাংলাদেশ ম্যাচ হারলেও পঞ্চম ম্যাচের শুরু থেকেই আফগান বোলারদের উপর শ্রুতে কিছুটা চাপ সৃষ্টি করেছিলো টাইগার ব্যাটসম্যানরা।

সিলেটের নয়নাভিরাম স্টেডিয়ামে দিনের শুরুতেই টাইগারদের পক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন। এই দুই ব্যাটসম্যানের মধ্যে ইফতেখার কিছুটা আগ্রাসী ব্যাট চালিয়ে গেলেও ধীরগতির ছিলেন মাহফিজুল ইসলাম। স্কোরবোর্ডে ৪৮ রান তোলার পর ৩৯ বল মোকাবেলায় ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফিরে যান মাহফিজুল ইসলাম।

এক ওপেনারের বিদায়ের পর অপর ওপেনার ইফতেখার এবং আরিফুল দুজনের কেউই অবশ্য টিকতে পারেননি। দলের স্কোরবোর্ডে আর আত্র ১ রান যোগ করতেই ব্যক্তিগত ১ রানে আরিফুল এবং ব্যক্তিগত ২৬ রানে সাজঘরে ফিরে যান ইফতেখার।

শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ১৬ ওভার শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫০ রান।

এক নজরে দেখে নেয়া যাক দুই দলের একাদশ

বাংলাদেশ একাদশঃ মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, তাজিবুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আরিফুল ইসলাম, এসএম মেহেরব, আইচ মোল্লা, মুশফিক হাসান, আশিকুর রহমান, গোলাম কিবরিয়া এবং নাইমুর রহমান।

আফগানিস্তান একাদশঃ সুলিমান আরবাজি, ইশাক জাজাই, বিলাল আহমেদ, মোহাম্মদউল্লাহ নজিবুল্লাহ, নাঙ্গোলিয়া খারোতি, ইজাজ আহমেদ, শহিদুল্লাহ হাসানি, বিলাল সামি, নাভিদ জাদরান শুভন বানোরি, ইজহারুল হক নাভিদ।

উল;লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল খেলবে একটি চারদিনের ম্যাচে। আগামী ২২ সেপ্টেম্বর দুই দলের মধ্যকার একমাত্র চারদিনের টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ