ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

আফগানিস্তানকে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৯ ১৩:২০:৫৯
আফগানিস্তানকে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ

সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। মহফিজুল ইসলাম রবিনকে সাথে নিয়ে ভালো শুরু করেন ইফতিখার হোসেন ইফতি। দলীয় ৪৮ রানে নাঙ্গেয়ালিয়া খারোটের বলে এলবিডব্লিউ হন ৩৯ বলে ১১ রান করা রবিন। রবিন সাজঘরে ফেরার পরেই হঠাৎ করে ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে।

৪৮ থেকে ৫৬- এই ৮ রানের ভেতরেই ৪টি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ওপেনার ইফতি ৪০ বলে ২৬ রান করে বিদায় নেন। আরিফুল ইসলাম ৮ বলে ১ রান, আইচ মোল্লা ১৫ বলে ২ রান করে আউট হন। অধিনায়ক মেহেরব হাসান ১০ বলে ৮ রান করে ইজহারুল হক নাভিদের শিকার হলে ৬৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশের যুবারা। বিলাল সামি একাই ৩ জনকে আউট করেন।

চাপে পড়া বাংলাদেশকে উদ্ধারের চেষ্টা করছিলেন গাজী তাহজিবুল ইসলাম। তবে ২২ বলে ১৫ রান করে তাহজিবুলও নাভিদের বলে উইকেট ছুঁড়ে দিয়ে মাঠ ছাড়েন। ৮২ রানে ৬ উইকেট ভীষণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ।

সপ্তম উইকেটে গোলাম কিবরিয়া ও আব্দুল্লাহ আল মামুন জুটিতে শতরান পার করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তবে এই জুটিও বেশিক্ষণ টেকেনি। শহিদউল্লাহ হাসানির বলে কিবরিয়া ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নিলে ভেঙে যায় ২৫ রানের জুটি।

অষ্টম উইকেটে নাইমুর রহমান নয়নকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন মামুন। মামুনকে শিকার করে এই উইকেটও ভাঙেন হাসানি। ৮২ বলে ৩৭ রান করেন মামুন। তিনি ফেরার পরে ১ রানের মধ্যেই বাকি দুইটি উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

৪৭.৪ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৫ রান। সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রান করেও জয় পেয়েছিল বাংলাদেশ।

আফগানিস্তানের পক্ষে সামি ও খারোটে ৩টি এবং হাসানি ও নাভিদ ২টি করে উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ১৫৫/১০ (৪৭.৪ ওভার)মামুন ৩৭, ইফতি ২৬, নয়ন ১৬, তাহজিবুল ১৫;খারোটে ৩/২৭, সামি ৩/৩৩, হাসানি ২/২৫, নাভিদ ২/২৯।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ