ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

বার্সা সভাপতির কাছে মেসির থেকেও গুরুত্বপূর্ণ যে ফুটবলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৯ ১৪:০০:২২
বার্সা সভাপতির কাছে মেসির থেকেও গুরুত্বপূর্ণ যে ফুটবলার

বার্সেলোনা গত কয়েক মৌসুম ধরে আর্থিকভাবে বাজে অবস্থা পার করছে। দেনার পরিমাণ শত কোটি ইউরো ছাড়িয়েছে আগেই। এমন পরিস্থিতিতে ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে ভবিষ্যৎকে বেচে দেওয়ার প্রস্তাব দেয় আর্থিক বিভাগ।অর্থাৎ মেসি কে ধরে রাখার জন্য তরুণ আনসু ফাতি কে বেচে দেয়ার প্রস্তাব দেওয়া হয়।

কাতালান সংবাদমাধ্যম দারিও এআরএ জানিয়েছে, সর্বশেষ দলবদলের মৌসুমেও বার্সায় ফাতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। এর কারণও মেসি—আর্জেন্টাইন তারকাকে ধরে রাখতে স্প্যানিশ ফরোয়ার্ডকে ছেড়ে দেওয়ার জন্য বার্সা সভাপতি হোয়ান লাপোর্তাকে চাপ দেওয়া হয়েছিল। ক্লাবের অভ্যন্তরীণমহলই এই চাপ তৈরি করেছিল লাপোর্তার ওপর।

কিন্তু লাপোর্তা রাজি হননি। ফাতিকে ধরে রাখতে অনড় ছিলেন তিনি। অন্যদিকে ৩৪ বছর বয়সী মেসি ফ্রি এজেন্ট হয়ে যোগ দেন পিএসজিতে।হাঁটুর চোট থেকে প্রায় সেরে উঠেছেন ফাতি। ১০ মাস মাঠের বাইরে থাকার পর ক্লাবের অনুশীলনে ফিরেছেন তিনি। খুব দ্রুতই মাঠে ফিরতে পারবেন বলে আশা করছে বার্সা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ