ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ব্রেকিং নিউজ: খেলবে না মুশফিক ছেড়েছেন দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৯ ১৭:৩০:১৭
ব্রেকিং নিউজ: খেলবে না মুশফিক ছেড়েছেন দল

গত মৌসুমে আবাহনীর শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুশফিকের। চোটের কারণে পুরো আসর খেলতে না পারলেও তার ব্যাটিং ও বিচক্ষণ নেতৃত্ব দলকে এগিয়ে রেখেছিল লিগ পর্বে।

সেই মুশফিক পরবর্তী ডিপিএলের অনেক আগেই নাম লেখালেন মোহামেডানে। তাতে অবশ্য বিস্মিত নন আবাহনীর পরিচালক জালাল ইউনুস। তার মতে, ক্রিকেটাররা ভালো পারিশ্রমিকের প্রস্তাব পেলে দলবদল করতেই পারেন।তিনি বলেন, ‘এটা ভালো কথা। এটা তাদের ব্যপার। মোহামেদানের কাছে তাদের প্রস্তাব যদি ভালো লাগে তাহলে তারা সেখানে যেতে পারবে। সেই সুযোগটা তাদের আছে।’

মুশফিক ছাড়াও মোহামেডান দলে ভিড়িয়েছে এক ঝাঁক তারকাকে। আবাহনীকে এবার তাই ঝুঁকতে হবে তরুণ তুর্কীদের দিকে। তরুণরা মুশফিকের মত ক্রিকেটারের অভাব ঘোচাতে পারবেন বলেই আশা জালালের।

তিনি জানান, ‘মুশফিককে কিন্তু আমরা চাই। কিন্তু আমাদের চেয়েও কেউ যদি তাকে ভালো প্রস্তাব দেয় তাহলে সে সেটা নিয়ে নেবে। আমাদের এখানে তরুণ খেলোয়াড়ই বেশি থাকবে যেটা আমি জানি।’মোহামেডানের মত স্কোয়াড প্রকাশ না করলেও আবাহনীর দল প্রায় গোছানো হয়ে গেছে বলেও জানালেন জালাল।

‘আমরা দল প্রায় গুছিয়ে নিয়েছি। যারা ক্রমাগত পারফরম্যান্সের ভেতর রয়েছে তাদেরই দলে নিয়েছি। আমাদের খেলোয়াড় আছে যারা সবসময় লিগে ভালো রান করে, আমরা তাদের নিয়েই আল্লাহর রহমতে ভালো করব। আমাদের হাতে যে খেলোয়াড়দের দরকার তাদের রেখেছি। ১৪-১৫ জন খেলোয়াড় আছে আমাদের হাতে। কিছু সিনিয়র খেলোয়াড় ছিল, যারা আমাদের সাথে হয়ত থাকবে না। কিন্তু না থাকলেও সমস্যা নেই, আমাদের পরিণত খেলোয়াড় আছে।’– বলেন জালাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ