বিশ্বকাপের শুরুতেই সুপার ওভার দেখলো ক্রিকেট প্রেমীরা, গড়লো এলবিডব্লুর বিশ্ব রেকর্ড

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসরের শুরুতেই সুপার ওভার দেখলে ক্রিকেট প্রেমীরা। আসরের ৪র্থ ম্যাচেই হলো টাই। এইটা বিশ্বকাপের ইতিহাসে ৪র্থ টাই হওয়া ম্যাচ। প্রথম টাই হয় ২০১২ সালে। ওমান ও নামিবিয়ার আগে সবশেষ ম্যাচ টাই হয়েছিল নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচে দুটি সুপার ওভার দেখেছিল ক্রিকেট প্রেমিরা। সেই ম্যাচে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে প্রথম টাই ম্যাচের ঘটনা ঘটেছিল ২০০৭ সালে, ভারত বনাম পাকিস্তানের মধ্যকার সে ম্যাচের নিষ্পত্তি হয়েছিল তখনকার নিয়ম বোল-আউটে। যাতে জিতেছিল ভারত।
নামিবিয়া তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম বারের মত টাই করলো। তবে এবার দিয়ে দ্বিতীয়বারের মত টাই করলো ওমান। ২০২৩ সালে নভেম্বরে প্রথম টাই করেছিল ওমান। নেপালের বিপক্ষে কীর্তিপুরে। এ বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের ফাইনাল ছিল সেটি, সুপার ওভারে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ওমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে আবার টাই, এবার অবশ্য সুপার ওভারে ফলটা পক্ষে এল না তাদের। সে ম্যাচে সুপার ওভারে ২১ রান ডিফেন্ড করেছিলেন বিলাল খান, এবার প্রথমে বোলিং করে এ বাঁহাতি পেসার দিয়েছেন ওই ২১ রানই।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টাই হওয়া দ্বিতীয় ম্যাচ এটি। এর আগের ঘটনাও দুটি সহযোগী দেশের। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে টাই হয়েছিল কানাডা ও যুক্তরাষ্ট্রের ম্যাচ।
দুই দল মিলে খেলেছে ২৩৮ বল। ম্যাচে উঠেছে ২১৮ রান। টাই ম্যাচে এর চেয়ে কম রানের ঘটনা আছে আর তিনটি। তবে সে তিনটির কোনোটিতেই এতগুলো বল খেলা হয়নি।
ইনিংসে ওমানের ছয়জন ব্যাটসম্যান হয়েছেন এলবিডব্লু। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেটি রেকর্ড। এর আগে ইনিংসে সর্বোচ্চ ৫টি করে এলবিডব্লুর ঘটনা আছে তিনটি—নেদারল্যান্ডস (প্রতিপক্ষ শ্রীলঙ্কা, শারজা ২০২১), স্কটল্যান্ড (প্রতিপক্ষ আফগানিস্তান, শারজা ২০২১) ও নেদারল্যান্ডস (প্রতিপক্ষ জিম্বাবুয়ে, বুলাওয়ে ২০২২)। আজ নামিবিয়ার একজন হয়েছেন এলবিডব্লু, ম্যাচের রেকর্ডটি হয়নি অল্পের জন্য। সর্বোচ্চ ৮টি এলবিডব্লুর ঘটনা ২০২২ সালে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বুলাওয়ের ম্যাচে।
পাওয়ারপ্লেতে আজ ৩টি উইকেট নিয়েছেন নামিবিয়ার পেসার রুবেন ট্রাম্পেলম্যান। এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার এমন করলেন তিনি। ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারেই নিয়েছিলেন ৩ উইকেট। বিশ্বকাপে পাওয়ারপ্লেতে কমপক্ষে ৩ উইকেট নেওয়ার একাধিক কীর্তি আছে আর তিনজনের—ডার্ক ন্যানেস, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ট্রেন্ট বোল্টের। বিশ্বকাপে এক ইনিংসে পাওয়ারপ্লের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি মুজিব উর রেহমানের। ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ৬ ওভারের মধ্যেই ৪ উইকেট নিয়েছিলেন আফগান স্পিনার।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনে নিন সূচি
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
- নারী এশিয়ান কাপ বাছাইপর্ব পয়েন্ট টেবিল: গ্রুপ সি-তে উড়ছে বাংলাদেশ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: প্রথম ওয়ানডেতে লড়াকু টার্গেট দিল শ্রীলঙ্কা
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ৭ গোলে শেষ হলো প্রথমার্ধ
- বিনিয়োগকারীদের জন্য ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
- আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স: নাটকীয়ভাবে শেষ হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ম্যাচ প্রিভিউ, পরিসংখ্যান ও ম্যাচ শুরুর সময়
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার-ফাইনাল: ১-০ গোলে প্রথমার্ধ শেষ
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার ফাইনাল: শেষ হলো ৯০ মিনিটের খেলা
- জেতা ম্যাচ হেরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: সরাসরি ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- দুই পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
- শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন