ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

মোটরসাইকেলসহ মোটরযান চালকদের জন্য নতুন নির্দেশনা না মানলে হবে যে শাস্তি

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ ডিসেম্বর ১৩ ১৯:১৪:২৫
মোটরসাইকেলসহ মোটরযান চালকদের জন্য নতুন নির্দেশনা না মানলে হবে যে শাস্তি

ঢাকা মহানগরীতে মোটরসাইকেলসহ অন্যান্য মোটরযানে উচ্চমাত্রার হর্নের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো মোটরযান চালক, মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠান এ নির্দেশনা মানতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী, মোটরযানে উচ্চমাত্রার হর্নের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া মোটরযান চালক, মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী যন্ত্র বা হর্ন মোটরযানে স্থাপন বা পুনঃস্থাপন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর বিধি ৮১ অনুযায়ী, পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুমুখী হর্ন, তীব্র ও কর্কশ শব্দ সৃষ্টিকারী হর্ন, আকস্মিক বিকট শব্দ বা ভীতিকর ধ্বনি উৎপন্নকারী কোনো যন্ত্র মোটরযানে সংযোজন বা ব্যবহার নিষিদ্ধ।

উচ্চমাত্রার হর্নের কারণে নগরীতে শব্দদূষণ মারাত্মকভাবে বেড়ে গেছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শব্দদূষণ রোধে ডিএমপির এই নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডিএমপি কর্তৃপক্ষ নাগরিকদের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক করেছে, নির্দেশনা লঙ্ঘন হলে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। নগরবাসীর সুষ্ঠু পরিবেশ ও নিরাপদ চলাচলের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

নির্দেশনা অনুযায়ী, মোটরযান চালক ও মালিকদের এখনই তাদের যানবাহনে ব্যবহৃত হর্ন পরীক্ষা করে আইনসিদ্ধ শব্দমাত্রা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া জরুরি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ


Warning: Undefined variable $webp_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 367

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 368

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 369

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

সাম্প্রতিক সময়ে ফেসবুকে একাধিক ভুয়া বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে, যেখানে বিনিয়োগকারীদের ‘দ্রুত লাভ’ দেখিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে দাবি করা... বিস্তারিত