ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

তারাবি নামাজের নতুন নির্দেশনা শায়খ সুদাইসের

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৪:৩০:০১
তারাবি নামাজের নতুন নির্দেশনা শায়খ সুদাইসের

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের পবিত্র দুটি মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ২০২৫ সালের রমজানে ১০ রাকাত তারাবি নামাজ অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঘোষণা করেছেন। তারাবি নামাজে এবার পাঁচ সালামে ১০ রাকাত অনুষ্ঠিত হবে, এবং জামাতে তিন রাকাত বিতির নামাজ আদায় করা হবে।

এটি পূর্বে ২০ রাকাত তারাবি নামাজের পরিপন্থী হলেও, ২০২০ সালে করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষার জন্য রাকাত সংখ্যা কমিয়ে ১০ করা হয়েছিল। এরপর থেকে, এই ১০ রাকাত পদ্ধতি অব্যাহত রয়েছে। ২০২৫ সালেও এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত হয়েছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, ১০ রাকাতের মাধ্যমে মুসল্লিদের ক্লান্তি কমানো এবং অধিক সংখ্যক মুসল্লির জন্য নামাজের সুযোগ তৈরি করা হয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রতিদিন লাখো উমরাহ পালনকারী উপস্থিত হন। ১০ রাকাতের নামাজ তাদের জন্য একসাথে উমরাহ ও নামাজ আদায় করতে সুবিধাজনক হয়ে দাঁড়ায়, বলছেন কর্তৃপক্ষ।

মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাসে তারাবি নামাজ আদায় একটি ঐতিহ্য হয়ে উঠেছে। বাংলাদেশসহ প্রায় সব মুসলিম দেশে ২০ রাকাত তারাবি নামাজ আদায় করা হলেও, মক্কা-মদিনায় এবার ১০ রাকাত নামাজের সিদ্ধান্ত মুসল্লিদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে চলেছে।

আব্দুর রহিম/

ধর্ম - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ