সাকিবকে নিয়ে মেহেদীর বার্তা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম মহাতারকা সাকিব আল হাসান আবারও ফিরছেন তার চেনা ভূমিকায়। দীর্ঘ এক নিষেধাজ্ঞার পর, তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে বোলিংয়ের বৈধতা ফিরে পেয়েছেন তিনি। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে গত ৯ মার্চ পরীক্ষা দেওয়ার পর গতকাল সেই প্রতীক্ষার অবসান ঘটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
সাকিবের ফেরার খবরে উচ্ছ্বসিত জাতীয় দলের আরেক অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। মিরপুরে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে একটা শঙ্কা ছিল। এত বড় একজন প্লেয়ার, এত বছর ক্রিকেট খেলার পরও শেষের দিকে এসে কিছু ত্রুটি দেখা দিয়েছিল। তবে কালকের সুসংবাদ শুনে খুব ভালো লেগেছে।’
দীর্ঘদিন ধরে দেশের জার্সিতে দেখা যায়নি সাকিবকে। তবে মেহেদী মনে করেন, খুব শিগগিরই আবারও দেশের হয়ে মাঠে নামবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তিনি বলেন, ‘আশা করি সাকিব ভাই দ্রুতই ফিরে আসবেন, জাতীয় দলে খেলবেন এবং ঘরোয়া ক্রিকেটেও অংশ নেবেন। তার অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সফলতার পথে মানসিক দৃঢ়তার ওপর গুরুত্ব দিয়ে মেহেদী আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে নিজের ওপর শতভাগ বিশ্বাস থাকতে হবে। একজন ব্যাটসম্যান এক ম্যাচে শতক করতে পারেন, আবার পরের ম্যাচে ছয় বলে ছয়টি ছক্কাও খেতে পারেন। কিন্তু মূল ব্যাপার হলো— সেই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা থাকা। যে যতটা শান্ত ও আত্মবিশ্বাসী থাকবে, তার ভালো করার সম্ভাবনাও তত বেশি।’
সাকিবের প্রত্যাবর্তন বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে এক আশার আলো। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আবারও দলকে শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন ভক্ত-সমর্থকরা। এখন অপেক্ষার পালা, কবে আবার দেশের জার্সিতে মাঠে নামবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার!
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিএলনিলাম শেষ, বাংলাদেশ থেকে দল পেলেন যারা
- আজআইপিএল নিলাম 2026: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- আইপিএল নিলাম ২০২৬: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা ও মুস্তাফিজের অবস্থান
- আইপিএল নিলাম ২০২৬: এখন পর্যন্ত দল পেলেন যারা, জানুন মুস্তাফিজ ও রিশাদের অবস্থান
- আইপিএল নিলাম ২০২৬: দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- আজ IPL Auction 2026: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আইপিএল নিলাম ২০২৬:: সর্বোচ্চ দামে দল পেলেন মুস্তাফিজ
- IPL Auction 2026: কবে, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আইপিএল নিলাম আজ: মুস্তাফিজের ২ কোটির ভিত্তিমূল্য, জানুন এক নজরে সকল তথ্য
- IPL Auction 2026: তাসকিনের নিলাম শেষ
- চলছেIPL নিলাম:মুস্তাফিজ-রিশাদ কি দল পেয়েছে? জানুন সর্বশেষ অবস্থান
- IPL Auction 2026: শেষ হলো নিলাম, জানুন কে কোন দলে
- আইপিএল নিলাম ২০২৬ : কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আইপিএলনিলাম শেষ,ডেভন কনওয়ে, জনি বেয়ারস্টোদের দলে রিশাদ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: বোলিংয়ে বাংলাদেশ খেলাটি সরাসরি Live দেখুন এখানে