ঢাকা, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন ইউনূস

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুন ৩০ ২৩:২১:৩২
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন ইউনূস

অর্থনৈতিক সম্পর্ক ও ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা জোরদারে ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এই গুরুত্বপূর্ণ টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপটি ছিল প্রায় ১৫ মিনিটের, যা অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতায় এই আলোচনা নতুন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন: চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি?

টেলিফোনে আলোচনা প্রসঙ্গে বিস্তারিত কিছু জানায়নি প্রধান উপদেষ্টার দপ্তর। তবে ওয়াশিংটন থেকে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, আলোচনায় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, “পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। উভয়েই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।”

বিশ্লেষকেরা বলছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আগ্রহ বাড়ছে। সেই বাস্তবতায় বাংলাদেশ একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ—এমন অবস্থানে ইউনূস-রুবিওর এই ফোনালাপ বিশেষ তাৎপর্য বহন করে।

প্রসঙ্গত, চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন। এরপর নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন মার্কো রুবিও। তার পররাষ্ট্রমন্ত্রণালয়ের নেতৃত্বে এটাই ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম উচ্চপর্যায়ের সরাসরি সংলাপ।

এই ফোনালাপের মধ্য দিয়ে ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

জাকারিয়া ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ