ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ইংল্যান্ডে নতুন শুরুর উদ্দেশ্যে পাড়ি জমালেন সাব্বির রহমান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ০৮ ১৪:৪০:৪৭
ইংল্যান্ডে নতুন শুরুর উদ্দেশ্যে পাড়ি জমালেন সাব্বির রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যখন ঢাকায় গ্রীষ্মের উত্তাপে ডিপিএল মুড়ে ফেলছে স্মৃতির পাতায়, তখন দেশের আরেক পরিচিত মুখ পাড়ি জমিয়েছেন হাজারো মাইল দূরের ইংল্যান্ডে। ব্যাট হাতে মাঝেমধ্যেই ঝড় তুলে আলোচনায় থাকা সাব্বির রহমান এবার যোগ দিচ্ছেন ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশন লিগে। নতুন সূর্যোদয়ের আশায় পাড়ি জমালেন মিডলসেক্সের অক্সব্রিজ ক্রিকেট ক্লাবে।

ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে শেষবারের মতো মাঠে দেখা গেছে সাব্বিরকে। যদিও এবারের আসরে তার ব্যাটে ছিল না সেই কাঙ্ক্ষিত ধার। কিন্তু ক্রিকেটের গল্প তো শুধুই পরিসংখ্যানের নয়—সেটি লড়াই, প্রত্যাবর্তন আর নিজেকে প্রমাণ করার এক অদম্য যাত্রাও। সেই যাত্রার নতুন অধ্যায় এবার ইংল্যান্ডের সবুজ গালিচায়।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সাব্বির বলেন,

"ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশনের কাউন্টি লিগে মিডলসেক্সের অধীনে অক্সব্রিজ ক্লাবের হয়ে খেলবো। ১০ মে থেকে শুরু হচ্ছে আমার ম্যাচ। এর আগে একটা প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ৭০ রান করেছি, নিয়েছি ২ উইকেটও। আত্মবিশ্বাসটা অনেকটা ফিরে এসেছে।"

শুধু নিজের জন্য নয়, পরিবারকেও সঙ্গে নিয়ে গিয়েছেন তিনি। কারণ, কঠিন লড়াইয়ের ভেতরেও নরম একটা ভালোবাসার আশ্রয় দরকার হয়—বিশেষ করে বিদেশের মাঠে, বিদেশি পরিবেশে।

গত ১৮ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাব্বির বলেছিলেন,

"২ মে ইংল্যান্ড রওনা হবো। একটা দলের সঙ্গে কথা হয়েছে, খেলবো ওখানে। বাংলাদেশে আপাতত কোনো ক্যাম্প নেই, না কোনো খেলার সুযোগ। তাই মনে হলো এই সময়টাকে কাজে লাগানো দরকার। পরিবারের সঙ্গেও সময় কাটবে, ক্রিকেটেও মনোযোগ থাকবে। আশা করি, ভালো কিছু হবে।"

ডিপিএলের অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেছেন সাব্বির।

"এবারের ডিপিএলটা খেলোয়াড়দের জন্য মোটামুটি ভালো ছিল। তবে আরও একটু গোছানো হতে পারতো। পারিশ্রমিকের দিকেও কিছু সমস্যা ছিল—কিছু কিছু দলের মালিকদের ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না। তবে আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত ভালোভাবে শেষ হয়েছে টুর্নামেন্টটা।"

সাব্বির রহমানের এই ইংল্যান্ড যাত্রা কেবল একটি বিদেশি লিগ খেলার গল্প নয়—এটি তার নিজের সঙ্গে নিজের লড়াইয়ের গল্প। ফর্ম হারিয়ে খেই না হারিয়ে, মাঠে ফিরে আবার নতুন করে প্রমাণ করার সংকল্পে এগিয়ে চলা। ইংল্যান্ডের কঠিন কন্ডিশন, বাউন্সি উইকেট আর ঠাণ্ডা হাওয়া কি আবার জ্বালাতে পারবে এই হার্ডহিটারের ব্যাট?

উত্তরটা সময় বলবে। তবে এখনই বলা যায়, বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এ রকম বিদেশি লিগে সুযোগ পাওয়া মানে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসের বড় স্বীকৃতি। সাব্বিরের এই যাত্রা হয়তো আগামী দিনে আরও অনেক তরুণের জন্য হয়ে উঠবে অনুপ্রেরণা।

জাকারিয়া ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ