হজযাত্রীদের জন্য সৌদি সরকারের নতুন সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ—মুসলিম উম্মাহর এক মহামিলন, এক আত্মশুদ্ধির যাত্রা। প্রতিবছরই বিশ্বের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় এই অনন্য আরাধনার আহ্বান। তবে এবারের হজযাত্রা শুধু আধ্যাত্মিক নয়, হতে চলেছে এক কঠিন প্রাকৃতিক পরীক্ষাও। সৌদি আরব জানিয়েছে, চলতি হজ মৌসুমে সূর্যের উত্তাপ থাকবে তুফানের মতো তীব্র—তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে।
শুক্রবার (৩০ মে) গালফ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM)। হজযাত্রীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়—পবিত্র স্থানগুলোতে দিনভর থাকবে তীব্র গরম, এমনকি রাতেও থাকবে গুমোট অবস্থা।
প্রতিবেদনে বলা হয়েছে, দিনের তাপমাত্রা ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রির মধ্যে। আর্দ্রতা থাকবে ভাসমান—১৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত উঠানামা করতে পারে।
এনসিএম-এর প্রধান নির্বাহী ড. আয়মান গুলাম জানিয়েছেন, উত্তরের দিক থেকে ঘণ্টায় ২৫–৩৫ কিলোমিটার বেগে ধুলোবালিযুক্ত বাতাস বইবে। যার ফলে খোলা জায়গায় এবং মহাসড়কে দৃশ্যমানতা হঠাৎ কমে যাওয়ার আশঙ্কা থাকবে।
তিনি আরও সতর্ক করে বলেন, জিলহজের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে পবিত্র স্থানগুলোতে ঝড়ো হাওয়া ও তীব্র ডাউনড্রাফ্ট হতে পারে। এ অবস্থায় বাতাসের সঙ্গে ধুলোবালির তীব্রতা আরও বেড়ে যাবে, যা হজযাত্রীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে।
সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে—এই অসাধারণ সময় যেন শারীরিক দুর্বলতায় না ম্লান হয়ে যায়। তাই প্রচুর পানি পান, ছায়া খোঁজা, হালকা কাপড় পরিধান এবং সরকারি আবহাওয়া আপডেট নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।
তবে শুধু সতর্কতা দিয়েই থেমে থাকেনি সৌদি সরকার। হজযাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে তারা চালু করেছে ‘কুলড রোডস ইনিশিয়েটিভ’। এই প্রকল্পের আওতায় সম্প্রতি মক্কায় উদ্বোধন করা হয়েছে একটি শীতল পথচারী পথ, যা রোদের দাহ কমিয়ে এনে হাজিদের যাত্রাপথকে করবে আরও আরামদায়ক।
হজ কেবল একটি আধ্যাত্মিক রীতি নয়, এটি ধৈর্যের, সহনশীলতার, এবং আত্মত্যাগের শিক্ষা। এবারের হজযাত্রা সেই শিক্ষাকে আরও বাস্তব করে তুলতে চলেছে। তাই প্রস্তুতি হোক পূর্ণ, আর হৃদয় থাকুক খাঁটি। কারণ সূর্য যতই তপ্ত হোক, ঈমানের আলো তার চেয়েও দীপ্ত।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচ: লাইভ দেখুন এখানে
- বলিভিয়া বনাম ব্রাজিল: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ডাকসু নির্বাচনের ফলাফল: এইমাত্র যা জানা গেল
- ভোরে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচ: বাংলাদেশ লাইভ দেখার সহজ উপায়
- আর্জেন্টিনা বনাম ইকুয়েডর: ৮০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- চলছে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ:৭০ মিনিট শেষ, লাইভ দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইকুয়েডর: বাংলাদেশ থেকে মোবাইল দিয়ে লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম ইকুয়েডর: প্রথমার্ধ শেষ, পেনাল্টি থেকে গোল, জেনে নিন ফলাফল
- ব্রাজিল বনাম বলিভিয়া: ৮০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: ৩ গোল, ৮০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- চলছে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ: লাইভ দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইকুয়েডর: চরম উত্তেজনায় শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা: বিএসইসি
- ডাকসু নির্বাচন ফলাফল: এইমাত্র ফলাফল নিয়ে যা জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা