ইরানের ড্রোন ঠেকাতে সৌদির গোপন ভূমিকা! দ্বিচারিতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে ঘি ঢালছে নতুন এক বিস্ফোরক তথ্য। ইরান-ইসরাইল সাম্প্রতিক সংঘাতে সৌদি আরবের ভূমিকা নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হাইওম–এর এক অনুসন্ধানী প্রতিবেদন বলছে, ইরানের ছোড়া ড্রোন ঠেকাতে গোপনে ইসরাইলকে সহায়তা করেছে সৌদি আরব। অথচ প্রকাশ্যে রিয়াদ বারবার তেলআবিবের হামলার বিরোধিতা করে এসেছে।
প্রতিবেদনটিতে দাবি করা হয়, সংঘাতের সময় ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরাইল অভিমুখে যাত্রা করছিল। সেগুলো গন্তব্যে পৌঁছানোর আগেই সৌদি আরব প্রতিবেশী জর্ডান ও ইরাকের আকাশসীমায় হেলিকপ্টার ও যুদ্ধবিমান মোতায়েন করে এবং বেশ কিছু ড্রোন ধ্বংস করে। এ কাজটি তারা করেছে ইসরাইলের আকাশসীমা রক্ষার জন্য—এমনটাই বলছে ইসরাইলি পক্ষ।
যদিও সৌদি সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে এমন কোনো সামরিক সহায়তার কথা স্বীকার করেনি।
প্রকাশ্যে এক কথা, ভেতরে আরেক চাল?
বিশ্লেষকরা বলছেন, সৌদির এই পদক্ষেপ তাদের কথিত নিরপেক্ষতার মুখোশ খুলে দিচ্ছে। যুদ্ধ চলাকালে সৌদি আরব প্রকাশ্যে জানিয়েছিল, তারা ইরানের ভূখণ্ডে ইসরাইলের একতরফা হামলার নিন্দা জানায় এবং কোনোভাবেই সৌদি আকাশসীমা ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না।
কিন্তু পর্দার আড়ালের সহযোগিতা নিয়ে উঠেছে দ্বিচারিতার অভিযোগ। অনেকেই বলছেন, সৌদি আরব হয়তো পশ্চিমা মিত্রদের চাপে পড়ে অথবা আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে এ পদক্ষেপ নিয়েছে।
ইসরাইলের পাশে কারা ছিল?
১২ দিনব্যাপী সংঘাতে ইরান একাই লড়েছে। বিপরীতে, ইসরাইলের পাশে ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের মতো পশ্চিমা শক্তিধর মিত্ররা। এবার সেই তালিকায় যোগ হলো সৌদি আরবের নাম, যদিও পরোক্ষ ও অস্বীকৃতভাবে।
এই ঘটনায় মুসলিম বিশ্বের একটি বড় অংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। গাজায় দীর্ঘদিন ধরে চলা ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সৌদি আরবের নির্লিপ্ত অবস্থান নিয়ে আগেই সমালোচনা হচ্ছিল। এবার ইরানের বিরুদ্ধে গোপন ভূমিকা সৌদি আরবকে আরও বেশি চাপের মুখে ফেলেছে।
গাজা নিয়ে সৌদির ভূমিকা নিয়েও প্রশ্ন
গত ২১ মাসে গাজায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫৭,১৩০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ৩৪ হাজারেরও বেশি মানুষ। এর বেশিরভাগই নারী ও শিশু। এই প্রেক্ষাপটে সৌদি আরবের নিরব বা কৌশলগত নরম অবস্থান মুসলিম দুনিয়ার বড় একটি অংশকে হতাশ করেছে।
ইরান-ইসরাইল সংঘাত হয়তো শেষ হয়েছে, কিন্তু সৌদি আরবের দ্বৈত ভূমিকা ঘিরে বিতর্কের যেন কোনো শেষ নেই। রিয়াদ কি আসলেই নিরপেক্ষ? নাকি আড়ালে আড়ালে গড়ে তুলছে নতুন এক জোটের ভিত্তি? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি