ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সমুদ্র উত্তাল! চার বন্দরে ৩ নম্বর সংকেত, মাছ ধরায় নিষেধাজ্ঞা

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০১ ১১:৫৫:৩৪
সমুদ্র উত্তাল! চার বন্দরে ৩ নম্বর সংকেত, মাছ ধরায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ যেন চুপিসারে এসে ঢেউ তুলেছে দেশের উপকূলজুড়ে। সমুদ্রের গর্জন, আকাশের ভাঁজ আর বাতাসের ছন্দে বোঝা যাচ্ছে—প্রকৃতি কিছু একটা জানান দিচ্ছে। সেই বার্তাই স্পষ্ট করে জানিয়ে দিল আবহাওয়া অধিদপ্তর: দেশের চারটি প্রধান সমুদ্রবন্দরে দেখাতে হবে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত।

মঙ্গলবার (১ জুলাই) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা একই এলাকায় স্থির হয়ে আছে।

এই লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে সাগরের ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে বইতে পারে দমকা কিংবা ঝোড়ো হাওয়া। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শুধু তাই নয়, সমুদ্রে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে বলা হয়েছে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রের দিকে না যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

সমুদ্রপথে জীবিকা নির্বাহ করা জেলেদের জন্য এটি একপ্রকার নীরব সংকেত—তাদের ছুটে চলা নৌকাগুলোকে এবার একটু বিশ্রাম নিতে হবে। কারণ, প্রকৃতির ভাষা যে অনেক সময় আগাম সতর্কবার্তা হয়ে আসে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই লঘুচাপ তীব্র আকার না নিলেও ঝুঁকির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং যেকোনো প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে।

জাকারিয়া ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ