টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাস পাল্টে দিয়ে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: টেস্ট ক্রিকেটে এমন দৃশ্য কখনও দেখা যায়নি! ১৫০ বছরের ইতিহাসে কোনো দল ইনিংসে পাঁচ ব্যাটারকে ‘ডাক’-এ হারিয়ে দলীয় স্কোর ৪০০ পার করেছে—এমন নজির নেই। আর সেই অসম্ভবকে সম্ভব করেই বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড।
এজবাস্টনে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে যে দৃশ্য রচিত হলো, তা ক্রিকেটপাগলদের মনেই শুধু নয়, ইতিহাসের পাতাতেও জায়গা করে নিল। ভারতের ৫৮৭ রানের বিশাল প্রথম ইনিংসের জবাবে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪০৭, যেখানে পাঁচজন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে!
এই পাগলাটে ইনিংসের নায়ক দুই তরুণ—হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। ষষ্ঠ উইকেটে এই জুটি গড়েন ৩০৩ রানের বিশাল পার্টনারশিপ। তাঁদের ব্যাটেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ায় ইংল্যান্ড।
মাত্র ৮০ বলে শতক পূর্ণ করে জেমি স্মিথ খেলেন টি-টোয়েন্টি স্টাইলে। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১৮৪ রানে। এটাই তার দ্বিতীয় টেস্ট শতক। উইকেটকিপার হিসেবে ইংল্যান্ডের ইতিহাসে তিনিই ষষ্ঠ ক্রিকেটার, যিনি টেস্টে ১৫০ বা তার বেশি রান করেছেন।
অন্যদিকে হ্যারি ব্রুক দেখালেন ধৈর্য আর মেজাজের নিখুঁত মিশেল। ১৩৭ বলে শতক ছুঁয়ে থামলেন ১৫৮ রানে। এটি তার ২৭তম টেস্টে নবম শতক। এত কম টেস্টে ইংল্যান্ডের হয়ে নয়টি শতক—শুধু ডেনিস কম্পটনের নাম রয়েছে তার আগে।
টেস্টে এমন এক ইনিংস, যেখানে শুরুতেই ছিল ধস—১৩ রানে ২ উইকেট, ২৫ রানে ৩, ৮৪ রানে ৫। মনে হচ্ছিল, ফলো-অনও এড়ানো যাবে না। অথচ দিনশেষে স্কোরবোর্ড বলছে—ইংল্যান্ড ৪০৭!
আরও মজার বিষয়—২০০৫ সালে এই এজবাস্টনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ছিল ৪০৭। ২০ বছর পর আবার সেই একই মাঠে, সেই একই স্কোর। যেন ইতিহাস নিজেই ফিরে এসেছিল!
ভারতের পক্ষে সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সিরাজ। পরপর দুই বলে ফিরিয়ে দেন জো রুট ও বেন স্টোকসকে। ইনিংসে তার শিকার ৬ উইকেট।
তৃতীয় দিনের খেলা শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৬৪/১। ফলে লিড দাঁড়িয়েছে ২৪৪ রানে। তবে ইংল্যান্ড যেভাবে ম্যাচে ফিরেছে, তাতে শেষ পর্যন্ত ফল কী হবে—তা বলা কঠিন।
এজবাস্টনের উইকেট, ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর মানসিকতা আর এই ব্যতিক্রমী রেকর্ড—সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে লেখা হলো এক অনন্য দিন।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):
ভারত প্রথম ইনিংস: ৫৮৭
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪০৭
ভারত দ্বিতীয় ইনিংস: ৬৪/১
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: প্রথম ওয়ানডেতে লড়াকু টার্গেট দিল শ্রীলঙ্কা
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- নারী এশিয়ান কাপ বাছাইপর্ব পয়েন্ট টেবিল: গ্রুপ সি-তে উড়ছে বাংলাদেশ
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- জেতা ম্যাচ হেরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ
- ফাফ ডু প্লেসির ডাবল সেঞ্চুরি রেকর্ডে কাঁপছে ক্রিকেট বিশ্ব
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার-ফাইনাল: ১-০ গোলে প্রথমার্ধ শেষ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- বাংলাদেশ বনাম মিয়ানমার: আবারও গোল, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম মিয়ানমার: লাইভ দেখবেন যেভাবে
- অ-১৮ এশিয়া কাপে জাপানের কাছে ১১-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
- শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন