ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

ডিমের কুসুম দিয়ে চুলের রুক্ষ ভাব দূর করুন সহজ টিপস

লাইফ স্টাইল ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২১ ১৫:৩৭:৫২
ডিমের কুসুম দিয়ে চুলের রুক্ষ ভাব দূর করুন সহজ টিপস

নিজস্ব প্রতিবেদক: চুলের যত্নে ডিমের ব্যবহার বহু শতাব্দী ধরে চলে আসছে। হেয়ার প্যাক থেকে হেনা—অনেকেই চুল মসৃণ রাখতে ডিম মেশান। তবে প্রশ্ন হলো, চুলের জন্য ডিমের কোন অংশই সেরা—সাদা নাকি কুসুম? অনেক বিউটিশিয়ানই বলছেন, কুসুমটাই চুলকে চমৎকারভাবে পুষ্টি দেয়।

ডিমের কুসুমের বিশেষ ক্ষমতা

ডিমের কুসুমে আছে প্রোটিন, ফ্যাট এবং সালফার। সালফার চুলের নতুন বৃদ্ধিকে সাহায্য করে, প্রোটিন ও ফ্যাট চুলকে মসৃণ ও ঝলমলে রাখে। এছাড়া এটি মাথার ত্বকের pH ভারসাম্য বজায় রাখে এবং চুলের ফলিকলে পুষ্টি জোগায়, ফলে চুলের রুক্ষ ভাব কমে।

সহজ ঘরোয়া পদ্ধতি

ডিমের সাদা অংশ আলাদা করে কুসুম নিন। চুলের দৈর্ঘ্য অনুযায়ী ডিমের সংখ্যা ঠিক করুন।

কুসুমে আধ চা চামচ লেবুর রস মিশিয়ে ভালোভাবে ফেটান। এতে গন্ধ কমবে এবং চুল আরও প্রাণবন্ত হবে।

মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। চুল সিঁথি ভাগ করে ডিমের মিশ্রণ মাথায় মেখে ফেলুন।

শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢাকা রাখুন প্রায় ২০ মিনিট। পুরোপুরি শুকোনোর দরকার নেই।

এরপর গরম জল দিয়ে চুল ধুয়ে নিন। গরম জল ব্যবহার না করলে ডিমের আঠালো মিশ্রণ চুলে আটকে থাকতে পারে।

মাসে মাত্র দু’বার এই টোটকা অনুসরণ করলে স্যালোন বা স্পায় খরচ না করে চুল হবে স্বাস্থ্যসম্মত, মসৃণ ও রেশমের মতো ঝলমলে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ