ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ম্যাচ হারার একমাত্র কারন হিসেবে যে বিষয়টিকে দেখিয়ে দিলেন অধিনায়ক রিয়াদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ আগস্ট ০৭ ২২:০৯:২৩
ম্যাচ হারার একমাত্র কারন হিসেবে যে বিষয়টিকে দেখিয়ে দিলেন অধিনায়ক রিয়াদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করার পরের ম্যাচেই হারল বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মতে, বাংলাদেশ ব্যাট হাতে ১০ থেকে ১৫ রান কম করেছে

সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সৌম্য সরকার ছক্কা মেরে শুভসূচনা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে মাত্র ১০৪ রান সংগ্রহ করতে পারে তারা। ব্যাটিং ও উইকেট নিয়ে রিয়াদ বলেন,

‘এখানে রান তাড়া করা সবসময়ই কঠিন। আমরাও উইকেট ভালো করে বুঝে উঠতে পারিনি। এটি ১২০ রান করার মতো উইকেট। আমরা ১০ থেকে ১৫ রান কম করেছি। তবে আমাদের বোলাররা খুব ভালো করেছে। ব্যাটিং বিভাগে আমাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল। আমরাও বড় ব্যাটিং অর্ডার রাখার চেষ্টা করেছিলাম। ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি।’

বল হাতে সাকিব ব্যতীত সব বোলাররা ভালো করেছেন। সাকিব ৪ ওভারে খরচ করেন ৫০ রান। অপরদিকে, বাকিরা ১৫ ওভারে দেন ৫৫ রান। যেখানে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২ উইকেট নেন ও খরচ করেন মাত্র ৯ রান। সাকিবের এক ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ অস্ট্রেলিয়ার দিকে টেনে নেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান। তবুও বোলিং নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক রিয়াদ।

রিয়াদের ভাষায়, ‘সাকিবের ওই ওভারটা কঠিন ছিল। ড্যান ক্রিস্টিয়ান মুহূর্তেই ম্যাচ ঘুরিয়ে ফেলে। টি-টোয়েন্টি ম্যাচে এমন হতেই পারে। অবশ্যই সাকিব একজন চ্যাম্পিয়ন বোলার। মুস্তাফিজের দুইটি ওভার শেষের জন্য আমাকে রাখতেই হতো।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ