ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

মেসির পিএসজি তে যোগ দেওয়া নিয়ে যা বললেন মার্টিনেজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ আগস্ট ১১ ০৯:৫০:১১
মেসির পিএসজি তে যোগ দেওয়া নিয়ে যা বললেন মার্টিনেজ

মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শার্ল দ্য গোল বিমানবন্দরে অবরতণ করে আর্জেন্টাইন অধিনায়ককে বহনকারী বিমানটি। মেসি পৌঁছানোর পর পর পিএসজির সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে বোঝানো হয় বড় কিছুর অপেক্ষায় রয়েছে ক্লাবটি।

ভিডিওর শেষ দিকে দেখা যায় ড্রেসিংরুমে নেইমারের ১০ নম্বর আর কিলিয়ান এমবাপের সাত নম্বর জার্সি রয়েছে। মাঝখানে আর্জেন্টিনার পতাকা দিয়ে ঢাকা। বিষয়টি পরিস্কার বোঝা যাচ্ছে লিওনেল মেসির চুক্তির অপেক্ষায় রয়েছে ফ্রেঞ্চ ক্লাবটি। তবে সদ্য বার্সাকে বিদায় জানানো এই ফরোয়ার্ড যে ১০ নম্বর জার্সিটি পাচ্ছেন না সেই বিষয়টিও স্পষ্ট। এদিকে, মেসিকে নিয়ে দারুণ আশাবাদী এমিলিয়ানো মার্টিনেজ। বলেন, মেসি পিএসজির হয়ে চ্যাম্পিয়ন লিগও জিতবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ