মেসির কারণে বদলে যাচ্ছে সব নিয়ম

এরপর আবার এই মেসিকেই সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে কিনে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেখানেও উয়েফা ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র ধুয়ো তোলা হয়েছে।
মেসি, নেইমার, এমবাপে, রামোস, ডি মারিয়া, ডোনারুমার মত বিশ্বখ্যাত ফুটবলাররা রয়েছেন এই দলে। তাদেরকে যে পারিশ্রমিক দিতে হচ্ছে, সে হিসেবে পিএসজি কী ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ভঙ্গ করছে না?
যদিও পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি সরাসরি বলে দিয়েছেন, তারা কোনো নিয়ম ভঙ্গ করছে না। কিন্তু চারদিক থেকে আলোচনা-সমালোচনার ঝড় উঠছে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম-নীতির ধারা উপস্থাপন করে।
এ পরিস্থিতিতে জটিল এক সমস্যার মধ্যে পড়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। সবশেষে সমস্যা সমাধানের জন্য বিকল্প পথে এগুনোর চিন্তা করছেন সংস্থাটির সভাপতি আলেক্সান্ডার সেফেরিন।
তিনি জানিয়েছেন, উয়েফার ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মটাই বদলে দেবেন। যেমনটা যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ এনবিএতে অনুসরণ করা হয়, ঠিক সেই নিয়মই তারা উয়েফায় অনুসরণ করবেন। তার এই প্রস্তাব বা চিন্তাটা ডকুমেন্টস আকারে আগামী উয়েফা কংগ্রেসে উপস্থাপন করবেন বলেও জানিয়েছেন সেফেরিন।
এরই মধ্যে উয়েফা এনবিএ স্টাইলে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ইউরোপিয়ান ফুটবলে চালু করা যায় কি না তা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। সেফেরিন একটা বিষয় বুঝতে পেরেছেন যে, ইউরোপিয়ান ফুটবলে ক্লাবগুলোকে টাকা খরচ করার ব্যাপারে স্বাধীনতা দিয়ে দিতে হবে। এখানে কোনো বিধি-নিষেধ আরোপ করা যাবে না। তবে, এই স্বাধীনতা দেয়ার বিনিময়ে কিছু নিয়ম তৈরি করে দিতে চান তারা। যাতে সবাই লাভবান হয়।
টাইমসে প্রকাশিত একটি রিপোর্টে আলেকজান্ডার সেফেরিনের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সেখানেই নতুন ফাইনান্সিয়াল ফেয়ার প্লে মডেলের কথা তুলে ধরেন। যেটা তৈরি করা হবে পুরোপুরি এনবিএ’র আদলে।
এনবিএ’তে নিয়ম করা আছে, প্রতিটি দল চাইলে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র ধরা-বাধা নিয়মে অর্থ ব্যায়ের সীমা অতিক্রম করতে পারবে। যে কারণে কোনো দলকে নিষিদ্ধ করা হবে না কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বাদ দেয়া হবে না।
তবে, যেসব দল অতিরিক্ত অর্থ ব্যায় করবে, তাদের ওপর করের বোঝাটা একটু বেশিই করে দেয়া হবে। তাদের কাছ থেকে পাওয়া অতিরিক্ত ট্যাক্সের টাকা ভাগ করে দেয়া হবে নিচু সারির দলগুলোকে। যাতে করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়।
এনবিএ’তে বেশ কয়েকটি দল নিজেদের খেলেয়োড়দের পারিশ্রমিক সীমা অতিক্রম করে যায় এবং সেই অতিরিক্ত ট্যাক্স প্রদান করে থাকে। যদি এই অতিরিক্ত অর্থ ব্যায়ের কারণে একটি ভালো মৌসুম কাটায়, তখন সেই দলটির সামনে আর কোনো সমস্যা তৈরি হয় না। অতিরিক্ত অর্থ তাদের রিটার্ন আসে। কিন্তু মৌসুম কোনো কারণে খারাপ গেলেই বিপদ, অতিরিক্ত লগ্নি করা অর্থ আর ফিরে আসে না।
তবে ফুটবলে এই সিস্টেম কতটা কার্যকর হবে, তা অনেকটাই অপরিষ্কার। উয়েফাও এ নিয়ে রয়েছে অন্ধকারে। তবে নতুন ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’ মডেলের যে প্রস্তাব তৈরি করা হয়েছে তার বিস্তারিত হয়তো সামনে আর কিছুদিনের মধ্যেই জানা যাবে। তখন, বোঝা যাবে উয়েফা আসলে কী থেকে কী করতে চাচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ প্রকাশ SSC Board Challenge Result 2025: কখন কোথায় কিভাবে রোল দিয়ে দেখবেন
- আজ এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশ, ঘরে বসে দেখবেন যেভাবে
- SSC Board Challenge Result: কবে ও কোথায় পাবেন, রোল দিয়ে দেখুন
- SSC Board Challenge Result 2025 প্রকাশ: জানুন কলেজ ভর্তি ও ফল আপডেটের নিয়ম
- SSC Board Challenge Result 2025: ১০ আগস্ট ফল প্রকাশ ঘরে বসেই দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া: ৩০ মিনিটেই দুই গোল
- শুরু বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: খেলাটি লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া: পেনাল্টি থেকে ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া লড়াই: ম্যাচটি লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম তিমুর লেস্তে: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফল প্রকাশ আগামীকাল, যেভাবে ঘরে বসে দেখবেন
- ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের টেক্সটাইল খাত
- আজ বাংলাদেশ বনাম তিমুর লেস্তে ম্যাচ: খেলাটি লাইভ দেখার সহজ উপায়
- শেয়ারবাজারে কঠোর পদক্ষেপ ও কাঠামোগত পরিবর্তনের পথে বিএসইসি
- এএফসি বাছাই: দক্ষিণ কোরিয়াকে সরিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশের চমক