ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

পিএসজি আর এমবাপেকে আটকাবে না, তবে পিএসজির একটি শর্ত মানতে হবে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ আগস্ট ২৬ ১১:২০:৫৮
পিএসজি আর এমবাপেকে আটকাবে না, তবে পিএসজির একটি শর্ত মানতে হবে

রিয়াল মাদ্রিদও দলবদলের একেবারে শেষ মুহূর্তে এসে ঝোপ বুঝে কোপটা দিয়েছে। আনুষ্ঠানিকভাবেই ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে ফেলেছে পিএসজিকে। তবে, পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়ে দিয়েছেন, এমবাপে রিয়ালে যেতে পারবেন। তবে তাদের শর্ত মেনেই।

লিওনার্দো ইউরোপের ৫টি মিডিয়ার সঙ্গে কথা বলেন। যেখানে ছিল স্প্যানিশ পত্রিকা মার্কাও। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমবাপে যেতে চাইলে তারা তার সামনে বাধা হয়ে দাঁড়াবে না। তবে শর্ত হলো, রিয়াল মাদ্রিদ থেকে তার যে ট্রান্সফার মূল্য প্রস্তাব করা হবে তা পিএসজির পছন্দ হতে হবে। না হলে নয়।

রিয়ালের ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাবকে যথেষ্ট মনে করছে না পিএসজি। লিওনার্দো বলেন, ‘রিয়াল মাদ্রিদ প্রস্তাব দিয়েছে। তবে আমরা এই প্রস্তাবকে যথেষ্ট মনে করছি না। আমি হয়তো সংখ্যাটা বলতে পারছি না। তবে সম্ভবত ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে তারা।’

লিওনার্দো আরো বলেন, ‘এটা তো আমরা এমবাপের জন্য যা ব্যায় করেছি (১৮০ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত আরো এড অনস ছিল) তার চেয়ে অনেক কম। এত কম দিয়ে তো আমরা কোনো খেলোয়াড়কে ছেড়ে দিতে পারবো না।’

পিএসজির স্পোর্টিং ডিরেক্টর বলেন, ‘আমরা এমবাপেকে রাখার জন্য সবকিছুই করেছি। গত এক সপ্তাহ ধরে তাকে বুঝিয়েছি এবং এখনও পর্যন্ত আমরা আমাদের পরিকল্পনা থেকে সরে আসিনি। কিলিয়ানকে কেন্দ্রবিন্দুতে রেখেই আমরা আমাদের প্রজেক্ট সাজিয়েছি। কিন্তু এসবের কিছুতেই নেই সে।’

তবে লিওনার্দো রিয়ালের সমালোচনা করেন এ সময়। তিনি অভিযোগ করে বলেন, ‘রিয়াল নিয়মিত এমবাপেকে উস্কানি দিয়ে যাচ্ছে। এ কারণেই আমাদের এত সুন্দর প্রস্তাব সত্ত্বেও সে কোনোটাতেই রাজি হচ্ছে না।’

জানা গেছে, এমবাপেকে যখন পিএসজি দলে নিয়েছিল, তখন তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, যখন সে রিয়ালে যেতে চাইবে তা মেনে নেবে পিএসজি। ২০১৭ সালে এ শর্ত দিয়েই এমবাপেকে দলে নিয়েছিল তারা। এখন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি এবং ডিরেক্টর লিওনার্দো- দু’জনই বলছেন তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। তবে তা তাদের প্রত্যাশার সঙ্গে মিলতে হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ