ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিয়ে আসলো নতুন ঘোষণা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ডিসেম্বর ২৮ ২৩:৫৩:৩৩
মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিয়ে আসলো নতুন ঘোষণা

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য বাংলাদেশ হাইকমিশন নতুন পাসপোর্ট এবং কনস্যুলার সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে। এবার দেশটির মেলাকা প্রদেশে ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট সরবরাহ এবং অন্যান্য কনস্যুলার সেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-পাসপোর্ট ও কনস্যুলার সেবা গ্রহণের জন্য নির্ধারিত কয়েকটি স্থানে অস্থায়ী কার্যালয় স্থাপন করা হবে।

ইপোহ: আগামী ৪ ও ৫ জানুয়ারি সকাল ৯:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত পেরাক দারুল রিজওয়ানের সিবিএল মানি ট্রান্সফার অফিস থেকে সরাসরি সেবা গ্রহণ করা যাবে।

জোহর বাহরু: ১১ জানুয়ারি একই সময়ে অগ্রণী রেমিট্যান্স হাউজ অফিস থেকে সেবা প্রদান করা হবে।

নির্ধারিত স্থান থেকে সেবা গ্রহণের জন্য ১ জানুয়ারি (ইপোহ) এবং ৮ জানুয়ারি (জোহর বাহরু) এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হাইকমিশনের ওয়েবসাইটের এই লিংকে প্রবেশ করতে হবে।

ই-পাসপোর্টের জন্য আবেদন জমা দিতে চাইলে ‘এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি (ইএসকেএল)’ এর হেল্পলাইন নম্বর ০৩-৯২১২০২৬৭ এ কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

নতুন কনস্যুলার সেবায় পাসপোর্ট সংশোধনী, তথ্য যাচাই, সত্যায়ন, জন্ম নিবন্ধন, শিক্ষা সনদ, ড্রাইভিং লাইসেন্স, বৈবাহিক সনদসহ বিভিন্ন নথিপত্রের সত্যায়ন ও প্রত্যয়ন সেবা অন্তর্ভুক্ত রয়েছে।এছাড়া প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো, প্রবাসী স্কিম খোলার প্রক্রিয়া এবং এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি ও পরামর্শ সেবা প্রদান করা হবে।

পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে পূর্বের পোস্ট অফিস সেবাও চালু থাকবে। তবে, কাউকে একযোগে ডাকযোগ এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ করা হয়েছে।

যে কোনো নথিপত্র জমা দেওয়ার আগে তা ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে।

এই উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও সহজ এবং দ্রুতগতিতে নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ