MD. Razib Ali
Senior Reporter
নেশন্স লিগ: শেষ হলো জার্মানি বনাম ইতালির মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
নিজস্ব প্রতিবেদক: নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালির বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন দেখিয়েছে জার্মানি। সান্দ্রো টোনালির গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মাধ্যমে ৩৮ বছর পর ইতালির মাটিতে জয় পেল জার্মানি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইতালি
নিজেদের মাঠে ইতালি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের ১৭তম মিনিটে মাত্তেও পোলিতানোর ক্রস জার্মান ডিফেন্ডার জনাথান টাহ ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল চলে যায় সান্দ্রো টোনালির সামনে। নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার নিখুঁত শটে জাল কাঁপিয়ে ইতালিকে এগিয়ে দেন।
জার্মানির দুর্দান্ত প্রত্যাবর্তন
প্রথমার্ধে লিয়ন গোরেটজকা দুইবার গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হন। তবে বিরতির পর মাঠে নেমেই জার্মানির আক্রমণ আরও তীব্র হয়। ৫২তম মিনিটে বদলি হিসেবে নামা টিম ক্লাইনডিন্স্ট জোশুয়া কিমিচের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে সমতা ফেরান।
এরপরও ইতালি একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। ময়েজ কিন জোরালো শটে বল ক্রসবারের ওপর দিয়ে মারেন, আর ওলিভার বাউমান অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন জিয়াকোমো রাসপাদোরির শট।
গোরেটজকার হেডে জয় নিশ্চিত
৭৬তম মিনিটে কিমিচের আরেকটি নিখুঁত ক্রসে হেড করে বল জালে পাঠান লিয়ন গোরেটজকা। শেষ মুহূর্তে টিম ক্লাইনডিন্স্ট আত্মঘাতী গোলের শঙ্কা তৈরি করলেও গোলরক্ষক বাউমান তা রুখে দেন।
ইতালির হতাশা, ইনজুরির শঙ্কা
ইতালির কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি ম্যাচের ফলাফলে হতাশা প্রকাশ করেছেন। তার দল একাধিক সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি। এছাড়া আর্সেনালের ডিফেন্ডার রিকার্দো কালাফিওরির বাঁ হাঁটুর ইনজুরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
পরবর্তী লড়াই: ডর্টমুন্ডে দ্বিতীয় লেগ
আগামী রবিবার ডর্টমুন্ডে হবে দ্বিতীয় লেগ (রাত ১:৪৫ বাংলাদেশ সময়)। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ডেনমার্ক বা পর্তুগালের বিপক্ষে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের জনপ্রিয় পেসার
- মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা জানালো আইপিএল কর্তৃপক্ষ
- বাংলাদেশ বিশ্বকাপ না খেললে? বিকল্প হিসেবে নাম আসছে যে দেশের
- earthquake today: পর পর দুইবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
- কলকাতার হাসপাতালে ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
- জবি ভর্তি ফলাফল ২০২৫-২৬: প্রকাশিত হলো বিজ্ঞান ইউনিটেররেজাল্ট,যেভাবে দেখবেন
- সোনার বাজারে বড় রেকর্ড: ভরিতে বাড়লো ৫১৩২ টাকা
- বাংলাদেশ বিশ্বকাপ খেলাতে ভারতে না গেলে কী হবে? আইসিসির সামনে কঠিন তিন পথ
- earthquake today: ভূমিকম্পে কাঁপলো দেশ, উৎপত্তিস্থল কোথায়?
- চলছে রংপুর বনাম চট্টগ্রাম ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ সিলেট বনাম নোয়াখালী ম্যাচ: খেলাটি কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশকে এক কথায় না বলে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল: পুনঃপরীক্ষার ঘোষণা শীঘ্রই
- Sylhet Titans vs Noakhali Express Live:খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে সিলেট বনাম নোয়াখালী ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live