
MD. Razib Ali
Senior Reporter
নেশন্স লিগ: শেষ হলো জার্মানি বনাম ইতালির মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালির বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন দেখিয়েছে জার্মানি। সান্দ্রো টোনালির গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মাধ্যমে ৩৮ বছর পর ইতালির মাটিতে জয় পেল জার্মানি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইতালি
নিজেদের মাঠে ইতালি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের ১৭তম মিনিটে মাত্তেও পোলিতানোর ক্রস জার্মান ডিফেন্ডার জনাথান টাহ ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল চলে যায় সান্দ্রো টোনালির সামনে। নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার নিখুঁত শটে জাল কাঁপিয়ে ইতালিকে এগিয়ে দেন।
জার্মানির দুর্দান্ত প্রত্যাবর্তন
প্রথমার্ধে লিয়ন গোরেটজকা দুইবার গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হন। তবে বিরতির পর মাঠে নেমেই জার্মানির আক্রমণ আরও তীব্র হয়। ৫২তম মিনিটে বদলি হিসেবে নামা টিম ক্লাইনডিন্স্ট জোশুয়া কিমিচের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে সমতা ফেরান।
এরপরও ইতালি একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। ময়েজ কিন জোরালো শটে বল ক্রসবারের ওপর দিয়ে মারেন, আর ওলিভার বাউমান অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন জিয়াকোমো রাসপাদোরির শট।
গোরেটজকার হেডে জয় নিশ্চিত
৭৬তম মিনিটে কিমিচের আরেকটি নিখুঁত ক্রসে হেড করে বল জালে পাঠান লিয়ন গোরেটজকা। শেষ মুহূর্তে টিম ক্লাইনডিন্স্ট আত্মঘাতী গোলের শঙ্কা তৈরি করলেও গোলরক্ষক বাউমান তা রুখে দেন।
ইতালির হতাশা, ইনজুরির শঙ্কা
ইতালির কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি ম্যাচের ফলাফলে হতাশা প্রকাশ করেছেন। তার দল একাধিক সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি। এছাড়া আর্সেনালের ডিফেন্ডার রিকার্দো কালাফিওরির বাঁ হাঁটুর ইনজুরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
পরবর্তী লড়াই: ডর্টমুন্ডে দ্বিতীয় লেগ
আগামী রবিবার ডর্টমুন্ডে হবে দ্বিতীয় লেগ (রাত ১:৪৫ বাংলাদেশ সময়)। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ডেনমার্ক বা পর্তুগালের বিপক্ষে।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: বৃষ্টির কারণে বন্ধ দ্বিতীয় টেস্ট ম্যাচ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- ফিফা ক্লাব বিশ্বকাপ : দ্বিতীয় পর্ব নিশ্চিত ১৬ দলের, সময় সূচি প্রকাশ
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক
- বিনিয়োগকারীদের জন্য তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা