ব্রাজিলের ‘সাত পরিবর্তন নিয়ে বিতর্ক, ফিফার নিয়ম কি বলছে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল ইতিহাসে বহু ম্যাচে বিতর্কের জন্ম হয়েছে, তবে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে যা ঘটল, তা বেশ অভিনব! নিয়ম অনুযায়ী এক ম্যাচে পাঁচজন বদলি করা গেলেও ব্রাজিল নামিয়েছে সাতজন। এটা কি ফিফার নিয়ম ভঙ্গ? একদমই না! বরং কৌশলী সিদ্ধান্ত ও কনকাশন প্রোটোকলের সুচারু প্রয়োগের মাধ্যমে নিয়মের সীমানার মধ্যেই ব্রাজিল এই অতিরিক্ত বদলির সুযোগ নেয়।
কেন সাতজন বদলি?
ঘরের মাঠে কলম্বিয়াকে ২-১ গোলে হারানোর পথে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রকে তুলে নিয়ে লিও ওরটিজকে মাঠে নামান। এটি ছিল দলের সপ্তম পরিবর্তন, যা দেখে অনেকের চোখ কপালে উঠেছে। তবে খেলার নিয়ম অনুযায়ী, কনকাশন (মাথায় আঘাতজনিত ইনজুরি) বদলির ক্ষেত্রে বাড়তি দুইজন খেলোয়াড় পরিবর্তনের সুযোগ থাকে, যা ব্রাজিল পুরোপুরি কাজে লাগিয়েছে।
২৭ মিনিটে মিডফিল্ডার গারসন চোট পেয়ে মাঠ ছাড়েন, যার জায়গায় আসেন জোয়েলিন্টন। এরপর ৭১ মিনিটে কলম্বিয়ার ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান গোলরক্ষক অ্যালিসন বেকার। কনকাশন বদলির নিয়ম অনুযায়ী, তার বদলি হিসেবে মাঠে নামানো হয় ম্যাথিয়াস বেন্তোকে। এ দুজনের বদলি স্বাভাবিক পাঁচ পরিবর্তনের মধ্যে পড়েনি, বরং কনকাশন প্রোটোকলের আওতায় অনুমোদিত হয়েছে।
কনকাশন প্রোটোকল কী বলে?
ফিফার কনকাশন প্রোটোকল অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় মাথায় গুরুতর আঘাত পান এবং চিকিৎসকরা মনে করেন তিনি খেলতে পারবেন না, তাহলে দল অতিরিক্ত বদলির সুযোগ পাবে। পাশাপাশি, প্রতিপক্ষ দলও সমানসংখ্যক অতিরিক্ত বদলি নিতে পারবে।
ব্রাজিলের অন্যান্য পরিবর্তন
কনকাশন বদলি ছাড়াও ব্রাজিল স্বাভাবিক নিয়মে আরও পাঁচটি পরিবর্তন করেছে—ভিনিসিয়ুস জুনিয়র, ভেন্ডারসন, ব্রুনো গুইমারেস, রদ্রিগো ও ম্যাথিউস কুনহা ছিলেন সেই তালিকায়।
হলুদ কার্ড ও ইনজুরির ধাক্কা
ম্যাচের আগে থেকেই ব্রাজিল দলে ছিল ইনজুরির ধাক্কা। নেইমার, এডারসন, দানিলোর মতো তারকা ছিলেন দলের বাইরে। এরপর ম্যাচ চলাকালীন চোট পান অ্যালিসন ও গারসন। এর পাশাপাশি, ব্রাজিল দলের ১০ জন খেলোয়াড়ের ওপর ঝুলছিল হলুদ কার্ডের তলোয়ার। যদি তারা আরেকটি হলুদ কার্ড দেখেন, তাহলে আর্জেন্টিনার বিপক্ষে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। শেষ পর্যন্ত ব্রুনো গুইমারেস ও গ্যাব্রিয়েল মাগালায়েস হলুদ কার্ড দেখে নিষিদ্ধ হয়েছেন।
বীরত্বগাথা: ৯৮ মিনিটের জয়সূচক গোল
ম্যাচের শুরুতেই ব্রাজিল পেনাল্টি পায়, যেখানে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে লুইস দিয়াজ সমতা ফেরান কলম্বিয়ার পক্ষে। যখন মনে হচ্ছিল ম্যাচটি হয়তো ড্র হতে চলেছে, তখনই ম্যাচের ৯৮তম মিনিটে অসাধারণ এক শটে ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিলকে এনে দেন মহাগুরুত্বপূর্ণ জয়।
আগামী লড়াই: চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা
এই নাটকীয় জয়ের পর ব্রাজিলের পরবর্তী চ্যালেঞ্জ আরও কঠিন। ২৬ মার্চ তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার, তাও প্রতিপক্ষের মাঠে। ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে কিছুটা দুর্বল হলেও, এই জয় নিঃসন্দেহে ব্রাজিলকে পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাস জোগাবে।
ফুটবল কখনো কখনো শুধু খেলা থাকে না, রূপ নেয় কৌশলের, নিয়মের সীমানা মেপে নেওয়ার এক অভিনব নাটকে—যেখানে ব্রাজিল জয়ী হয়েছে বুদ্ধি ও বীরত্ব দিয়ে!
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ আগস্ট সরকারি ছুটি: কোন কোন প্রতিষ্ঠান থাকবে বন্ধ, দেখুন এক নজরে
- ৫ আগস্ট ছুটি, জানুন কোন কোন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকবে বন্ধ
- আগামীকাল ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জানুন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জেনে নিন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- SSC Board Challenge Result 2025: কবে ও কোথায় দেখবেন বিস্তারিত
- গোপন প্রশিক্ষণ কেলেঙ্কারি: মেজর সাদিকের পরিচয় ফাঁস
- আগামীকাল ৫ আগস্ট থেকে টানা ৫ দিন ছুটি আপনি পাবেন যেভাবে
- ৫ আগস্ট সরকারি ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- কলেজ ভর্তি ২০২৫: আজ আবেদন শুরু, কলেজ পছন্দের নিয়ম জেনে নিন
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে নির্বাচকরা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ স্কোয়াডের ১৪ জন প্রায় নিশ্চিত
- বাজারে শেয়ার ছাড়ছে সরকার, ইউনিলিভার ও সানোফি আলোচনায়
- বিনিয়োগকারীদের জন্য সুখবর: শেয়ারবাজারে আসছে ১৫ বড় প্রতিষ্ঠান
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ভর্তি নিয়ম ও ফল প্রকাশের তারিখ এক নজরে
- বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তন: ভেঙে ফেলা হলো ১৪ ব্যাংকের বোর্ড