ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ব্রেকিং নিউজ: ২৭৪ যাত্রী নিয়ে মাঝ আকাশে কারিগরি ত্রুটিতে বিমান

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ আগস্ট ২৩ ১১:২০:২০
ব্রেকিং নিউজ: ২৭৪ যাত্রী নিয়ে মাঝ আকাশে কারিগরি ত্রুটিতে বিমান

জানা গেছে, কাতারের উদ্দেশে সোমবার রাত পৌনে ৭টায় ঢাকা থেকে উড্ডয়ন করে বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি। এটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হচ্ছিল। ভারতের আকাশে কারিগরি ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় ২ ঘণ্টা আকাশে উড়ে ২৭৪ যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

এদিকে ফ্লাইটটি ফিরে আসার বিষয়ে শুধু কারিগরি ত্রুটির কথা উল্লেখ করেছে বিমান। তবে জানা গেছে, পাইলটের সামনের কাচ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্লাইটটি নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

ঐ ফ্লাইটের এক যাত্রী শেখ মোহাম্মদ সাজিদ তার ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরলাম। ঢাকা থেকে দোহা যাওয়ার পথে আমাদের বিমানে সমস্যা শুরু হয়। পরে আমরা ঢাকা ফিরে আসতে বাধ্য হই। আল্লাহর রহমতে ২৭৪ জনের প্রাণ রক্ষা পেল।

বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ঐ ফ্লাইটের যাত্রীদের নিয়ে বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফটটি রাত সাড়ে ১১টায় কাতারের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় মধ্যরাত সোয়া ১টায় ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে