আইপিএলের সেরা পাঁচ বোলারের তালিকা প্রকাশ, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর আজ আবারও আইপিএলে শিরোপার স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। সব শেষ ২০১৪ সালে আইপিএল শিরোপা ঘরে তোলে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। এর আগে ২০১২ সালে একবার চ্যাম্পিয়ন হয় দলটি। এবার দিয়ে তৃতীয় বারের মত শিরোপা জিতলো কলকাতা নাইট রাইডার্স।
ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি দলের ব্যাটাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারের আগেই ১৮.৩ ওভারে ১১৩ রানে অল-আউট হয় সানরাইজার্স হায়দরাবাদ। ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় কলকাতা তুলে নেয় ৮ উইকেটের বড় জয়।
এক নজরে দেখেনিন আইপিএলে সেরা পাঁচ বোলারের তালিকা:
১.হার্শাল প্যাটেল : দল হিসেবে চলতি আইপিএলটা খুব একটা ভালো যায়নি পাঞ্জাব কিংসের। তবে, দল যেমনই করুক নিজের সামর্থ্যের প্রমাণটা বেশ ভালোভাবেই দিয়েছেন ভারতীয় বোলার হার্শাল প্যাটেল। ১৯.৮৭ গড়ে ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে আছেন শীর্ষ উইকেট শিকারীর তালিকায় সবার ওপরে। ১৫ রানে তিন উইকেট তার সেরা বোলিং ফিগার।
২.বরুন চক্রবর্তী : কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানোর পেছনে বড় অবদান ছিল স্পিনার বরুন চক্রবর্তীর। ১৫ ম্যাচে ১৯.১৪ গড়ে নিয়েছেন ২১ উইকেট। সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট। তালিকার দুইয়ে অবস্থান তার। ফাইনালেও একটি উইকেট পেয়েছেন এই তারকা।
৩.জাসপ্রিস বুমরাহ : এবারের আসরের সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ১০ দলের মধ্যে তলানীতে থেকে আসর শেষ করেছেন দলটি। তবে, বল হাতে দ্যুতি ছড়িয়েছেন তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। ১৩ ম্যাচে ১৬.৮০ গড়ে নিয়েছেন ২০ উইকেট। সেরা বোলিং ফিগার ২১ রানে ৫ উইকেট। তালিকার তিনে আছেন তিনি।
৪.থাংগারাসু নটরজন :গত আসরে বল হাতে খুব একটা ভালো করতে না পারলেও এবারের আসরে দারুন ছন্দে ছিলেন নটরজন। শিরোপা জিততে না পারলেও দলকে ফাইনালে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৪ ম্যাচে ২৪.৪৭ গড়ে নিয়েছেন ১৯ উইকেট। সেরা বোলিং ফিগার ১৯ রানে ৪ উইকেট। তালিকার চারে অবস্থান তার।
৫.হারশিত রানা : ফাইনালের আগেও শীর্ষ বোলারদের তালিকায় সেরা পাঁচে না থাকলেও শিরোপা নির্ধারণী ম্যাচে দুই উইকেট নিয়ে চমকে দেন এই বোলার। ২০.১৫ গড়ে ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন তিনি।
উল্লেখ্য, তালিকার সেরা ২০ এ না থাকলেও এবারের আসরে দারুন ছন্দে ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে দিয়েছিলেন সামর্থ্যের প্রমাণ। সেরা বোলিং ফিগার ছিল ২৯ রানে ৪ উইকেট। সব ম্যাচ খেলার সুযোগ পেলে হয়তো তালিকার সেরা পাঁচেই থাকতে এই তারকা পেসার।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কাতার প্রবাসীদের জন্য বিশাল সুখবর, ফ্লাইট শুরু ৭ সেপ্টেম্বর
- ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিমকে নিয়ে করা পোস্ট ভাইরাল, সারা দেশে উঠেছে আলোচনার ঝড়
- সাকিব-মাশরাফিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ, সারা দেশে উঠলো আলোচনার ঝড়
- সাকিবের বিষয়ে যে সিদ্ধান্ত নিল প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা
- বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা
- ব্যাপক হারে বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: নতুন করে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো বিসিবি
- বাংলাদেশের ছাত্রছাত্রীদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
- ৩.৩ ওভারে ৫১ রান দিলেন মুস্তাফিজ, ম্যাচ শেষে তাকে নিয়ে অবিশ্বাস্যভাবে যা বললেন অধিনায়ক রুতুরাজ
- ১৯১ রান করেও ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন ডাম্বুলা সিক্সার্সের অধিনায়ক নাবি
- লিটন বা মিরাজ নয় চমক দিয়ে বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা
- সাকিবের দেশের মাটিতে অবসরের বিষয়ে যে সিদ্ধান্ত নিল প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা
- মিরাজ বা লিটন নয় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের নতুন অধিনায়কের ঘোষণা করলো বিসিবি
- ইমরুলের পর বিসিবির মুখোশ খুলে দিলেন রুবেল হোসেন, অবাক পুরো দেশ
- বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ছেন যারা