ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

রেকর্ড বুকে তামিমের পিছু পিছু সাকিব!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ফেব্রুয়ারি ১০ ১৫:২৭:১৪
রেকর্ড বুকে তামিমের পিছু পিছু সাকিব!

মাঠের ক্রিকেটে বরাবরই অপ্রতিরোধ্য বাংলাদেশের অধিয়ায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভোগার পর তিনি আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। আজ বিপিএলে চিটাগং চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে ১৬ বলে ২৭ রান করেন তিনি।

এই ২৭ রান নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সাত হাজার রানের ক্লাবে পৌঁছে গেছেন সাকিব। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল আগে থেকেই এই ক্লাবে ছিলেন। এবার যোগ হয়েছেন সাকিব।

সাকিব সাত হাজার রান করে আরেকটি রেকর্ড গড়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে সাত হাজার রান ও চার শত উইকেটের তালিকায় নাম লেখালেন সাকিব।

আগে এই ক্লাবে মাত্র একজন ক্রিকেটার ছিলেন। সাকিবের আগে এই ক্লাবে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে