ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একাধিক চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ১৮ ১৮:০৫:৫২
একাধিক চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে অল্পের জন্য টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ তবে আজ সিরিজ নির্ধারনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ওিয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আর ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। এছাড়া দলে ফিরেছেন আরেক পেসার মুশফিক হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট আগামী ২২ মার্চ শুক্রবার মাঠে গড়াবে।

১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে