ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বাংলাদেশকে চোখ রাঙানি দেখিয়ে অবিশ্বাস্য ভাবে যা বললেন দিমুথ করুনারত্নে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ৩০ ২১:৪২:২৩
বাংলাদেশকে চোখ রাঙানি দেখিয়ে অবিশ্বাস্য ভাবে যা বললেন দিমুথ করুনারত্নে

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচ। টস জিতে আগে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা পায় দারুন শুরু। বাংলাদেশের বোলারদের দাপট দেখায় শ্রীলঙ্কার ব্যাটাররা। প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩১৪ রান তুলেছে সফরকারীরা। আর এতেই প্রথম দিন শেষে জয়ে চোখ রাখছে শ্রীলঙ্কা। এই নিয়ে কথা বলেছেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। তিনি তাদের বোলারদের জাদু দেখার অপেক্ষায়। সেই সাথে চট্রগ্রামের উইকেট নিয়ে কথা বলেছেন তিনি।

প্রথম দিন শেষে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ওপেনার করুনারত্নে বলেন, 'আগের ম্যাচে উইকেট ফ্ল্যাট ছিল। এবার মনে হচ্ছে কিছুটা টার্ন আছে। বোলাররাও এই উইকেটে এডভান্টেজ পাবে। ম্যাচ যত গড়াবে তত টার্ন করবে। ৩য়, ৪র্থ, ৫ম দিনে… আমার মনে হয় এমন উইকেটে ফলাফল বের হবে।'

প্রথম দিনের নিজেদের খেলা নিয়ে কথা বলেন তিনি। করুনারত্নে বলেন,'অবশ্যই, আমরা খুশি। তিনশোরও বেশি রান প্রথম দিনেই, আবারো বড় একটা রান জড়ো করতে পারব। আমরাই ম্যাচের নিয়ন্ত্রণে আছি।'

তিনি আরও বলেন, ম্যাচের যে পরিস্থিতি তাতে ব্যাটারদের কাজ শেষ। এখন বাকি কাজ করতে হবে বোলারদের। আমাদের ভালো কয়েকজন ফাস্ট বোলার আছে। যারা ১৪০ কিলোমিটার বেগে বল করতে পারে, বাউন্স করতে পারে। এ কারণেই একাদশে ৩ পেসার রাখা হয়েছে। তারা বাংলাদেশের ব্যাটারদের বিপদে ফেলতে পারে। ধনঞ্জয়া ভালো স্পিন করতে পারে। এই বোলিং লাইনআপ নিয়ে আমি আশাবাদী।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে