ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন কলকাতা অধিনায়ক শ্রেয়স আইয়ার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ০৯ ১১:১৮:০৭
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন কলকাতা অধিনায়ক শ্রেয়স আইয়ার

টানা তিন ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চতুর্থ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বাজে ভাবে হেরে কলকাতা নাইট রাইডার্স। সোমবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তারা মুখ তুবড়ে পড়ে। মূলত ব্যাটিং ব্যর্থতার জেরেই হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে নাইটরা।

তবে একটি ম্যাচ হারের পর খুব বেশি বিচলিত নন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাচের শেষে তিনি হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, পাওয়ার প্লে-র পর আর কাদের কোনও পরিকল্পনাই কাজে আসেনি।

ম্যাচের পর শ্রেয়াস আইয়ার বলেন, ‘পাওয়ারপ্লেতে আমরা শুরুটা খারাপ করিনি। কিন্তু আমরা একটানা উইকেট হারাতে থাকি। পাওয়ারপ্লে-এর পর আমরা কন্ডিশনটাই ঠিক করে ধরে উঠতে পারিনি। সেই সময়ে রান করা সহজ ছিল না। ওরা (সিএসকে) ওখানকার কন্ডিশন ভালো করে জানে, তাই পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। নতুন ব্যাটসম্যানদের জন্য প্রথম বল থেকেই রান করাটা সহজ ছিল না। আমরা ইনিংস গড়ার চেষ্টা করছিলাম, কিন্তু পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’

শ্রেয়স আইয়ার আরও জানান, পাওয়ার প্লে-এর পর তাঁর পরিকল্পনা কী ছিল? তিনি বলেন, ‘পাওয়ারপ্লে করার পর উইকেট বদলে গিয়েছিল। আমরা ভেবেছিলাম ১৬০-১৭০ ভালো স্কোর হবে, কিন্তু আমরা গতি হারিয়ে ফেলি। আমাদের এই হার থেকে শিক্ষা নিতে হবে। তাও ভালো যে, টুর্নামেন্টের শুরুতে এটি ঘটেছে। পরের ম্যাচ ঘরের মাঠে। আমরা আমাদের ঘরোয়া পরিস্থিতি খুব ভালো করেই জানি। তবে পরিস্থিতি বুঝতে হবে এবং সেই অনুযায়ী এগোতে হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে