ঢাকা, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

আজ ৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের হিসাব নিকাশ পাল্টে দিলেন জাসপ্রিত বুমরাহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ১১ ২৩:১২:৪৮
আজ ৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের হিসাব নিকাশ পাল্টে দিলেন জাসপ্রিত বুমরাহ

আজ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান স্কোর বোর্ডে জমা করেছে বেঙ্গালুরু। ১৯৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করছে মুম্বাই ইন্ডিয়ান্স।

তবে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। ৪ ওভার বল করে ২১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। আর এতেই ৫ ম্যাচে ৫.৯৬ ইকোনোমি রেটে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকাতে শীর্ষে উঠে এসেছেন তিনি। যুবেন্দ্র চাহালকে সরিয়ে পার্পল ক্যাপ দখলো নিয়েছেন তিনি। দুইয়ে নেমে গেছেন যুবেন্দ্র চাহাল।

১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় শীর্ষে চলে গিয়েছিলেন তিনি। তবে আজকে তার সিংহাসন কেড়ে নিল তার স্বদেশী বুমরাহ। ৫ ম্যাচে ৭.৩৩ ইকোনোমি রেটে ১০ উইকেট তুলে নিয়েছেন চাহাল।

আর এতেই চলতি আসরে বল হাতে দারুন ছন্দে থাকা বাংলাদেশের পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নেমে গেছেন তিনে। ৪ ম্যাচ খেলে ৮ ইকোনোমি রেটে ৯ উইকেট নিয়েছেন এই দেশ সেরা পেসার। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় ৩ নম্বরে আছেন তিনি। তালিকার ৪ নম্বরে আছেন আর্শদীপ সিং ৫ ম্যাচে ৮.৭২ ইকোনোমি রেটে ৮ উইকেট নিয়েছেন তিনি। ৫ নম্বরে উঠে এসেছেন গুটরাট টাইটানসের মহিত শার্মা। ৬ ম্যাচে ৯.৩৯ ইকোনোমি রেটে ৮ উইকেট নিয়েছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে