ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল সাজালো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ এপ্রিল ১৩ ১২:৫৮:১১
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল সাজালো বিসিবি

আইসিসির মেগা আসরে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো নয়। শুধু মাত্র আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফির সেফি ফাইনাল ও ওয়ানডে বিশ্বকাপের সেরা আটে উঠেছিল। এই হলো বাংলাদেশের বিশ্ব আসরের পারফরমেন্স। তবে এবার ঘুরে দাড়াতে চায় বাংলাদেশ। করতে চায় ভালো কিছু। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো রকম পরিক্ষা নিরিক্ষা করতে চায় না বিসিবি।

পূর্ণ শক্তির দল নিয়ে বিশ্বকাপে যেতে চায় বিসিবি। তাইতো শক্তিশালী দল সাজাচ্ছে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চলুন দেখে নেয়া যাক কেমন হতে পারে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড।

বিশ্বকাপের স্কোয়াডে ১৪ জন ক্রিকেটার প্রায় নিশ্চত। বাকি থাকে শুধু মাত্র একটি স্পট। আর একটি স্পটে লড়ছেন প্রায় ৫ জন ক্রিকেটার। বাংলাদেশ যদি একজন বাড়তি ব্যাটার নেন তাহলে স্কোয়াডে সুযোগ পেয়ে যেতে পারেন আফিফ হোসেন বা শামীম হোসেন পাটোয়ারী। তবে আফিফকে খুব একটা পছন্দ নয় হেড কোচ হাথুরু সিংহের। তাইতো বাড়তি ব্যাটার নিলে স্কোয়াডে সুযোগ পেয়ে যেতে পারেন শামীম হোসেন পাটোয়ারী।

তবে যদি বাংলাদেশ একজন বাড়তি বোলার নেন সেক্ষেত্রে স্কোয়াডে দেখা যেতে তানজিম হাসান সাকিব অথবা স্পিনার আলিস আল ইসলামকে। তবে এখানে বেশি সুযোগ থাকে আলিস আল ইসলামের। কেননা বাংলাদেশের পেস বিভাগে দেখা যাবে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ‍মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার সাইফউদ্দিনকে। তাইতো পঞ্চম পেসার হিসেবে নাও সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকির আলি অনিক, শেখ মাহাদী, সাইফউদ্দিন, আলিস আল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে