ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

অতি অল্প দামে চালকবিহীন পার্সোনাল হেলিকপ্টার কিনতে চান, জেনেনিন হেলিকপ্টারের দাম ও তৈল খরচ

২০২৪ এপ্রিল ২৬ ২১:৪৬:৩৭
অতি অল্প দামে চালকবিহীন পার্সোনাল হেলিকপ্টার কিনতে চান, জেনেনিন হেলিকপ্টারের দাম ও তৈল খরচ

গন্তব্য নির্বাচন করলেই যাত্রীদের নিয়ে উড়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় উড়ন্ত গাড়িটি। চীনের ড্রোন নির্মাতা ইহ্যাং হোল্ডিংসের তৈরি ‘ইএইচ২১৬-এস’ মডেলের উড়ন্ত গাড়িটি হেলিকপ্টারের আদলে খাড়াভাবে ওঠানামাও করতে পারে। ফলে রানওয়ের বদলে শহরের যেকোনো স্থানে ওঠানামা করতে পারেন যাত্রীরা।

ড্রোনের আদলে তৈরি ব্যাটারিচালিত গাড়িটির চারপাশে ১৬টি প্রপেলার রয়েছে। দুজন যাত্রী নিয়ে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে ৩০ মিনিট উড়তে সক্ষম গাড়িটি এরই মধ্যে চীনের বাজারে বিক্রি শুরু করেছে ইহ্যাং হোল্ডিংস। গাড়িটির দাম ধরা হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৬০ ডলার বা বা ৩ কোটি ৬৫ লাখ ২৭ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১১০ টাকা ধরে)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে