ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

হুট করে আবেগ আপ্লুত হয়ে পড়লেন নেহা কক্কর

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ১০ ১৫:১১:২৯
হুট করে আবেগ আপ্লুত হয়ে পড়লেন নেহা কক্কর

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কক্কর। হুট করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় বিশ্ব মা দিবস। সে হিসেব অনুযায়ী এই মাসের ১২ মে পালন করা হবে মা দিবস। এ উপলক্ষে সাধারণ মানুষের পাশাপাশি টিভি চ্যানেলগুলোর রয়েছে বিশেষ পরিকল্পনা। তারই অংশ হিসেবে এদিন ভারতের সনি টিভিতে প্রচারিত হবে সুপারস্টার সিঙ্গার-৩ শো এর বিশেষ পর্ব।

এ পর্বে ছোট্ট আবির্ভাবকে ‘তারে জমিন পর’ সিনেমার বিখ্যাত গান ‘মা’ গাইতে দেখা যাবে । গানটি সে খুব আবেগ দিয়ে গেয়েছে। যা দেখে শুটিংয়ে রীতিমত কেঁদে ফেলেছেন বিচারক নেহা কক্কর। বাদ যাননি সঞ্চালক থেকে শুরু করে উপস্থিত অন্যরাও।

গানটি গাওয়ার পর ছোট্ট আবির্ভাব তার মায়ের উদ্দেশ্যে বলে, মা জলদি তুমি এখানে চলে এসো। আমি তোমায় মিস করি। এরপরই তার মা মঞ্চে এসে তাকে জড়িয়ে ধরে। পর্বটি রোববার সম্প্রচারিত হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে