ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

বিশ্বকাপে বাংলাদেশের লিডিং রোলে মাহমুদউল্লাহ রিয়াদ, পাপন-রিয়াদ ক্লোজডোর মিটিং

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ১২ ২১:১৯:৫৭
বিশ্বকাপে বাংলাদেশের লিডিং রোলে মাহমুদউল্লাহ রিয়াদ, পাপন-রিয়াদ ক্লোজডোর মিটিং

আজ শেষ হয়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষে জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে দীর্ঘ এক ঘন্টা ধরে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তখন সবার মনে প্রশ্ন উঠে তবে কি বাংলাদেশের বিশ্বকাপ দলে আসছে বড় পরিবর্তন। অধিনায়কের দায়িত্ব কি পেতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ। জানা গেছে এই সব প্রশ্নের উত্তর। বিসিবির এক বোর্ড কর্মকর্তার বারাত দিয়ে জানা গেছে নাজমুল হোসেন শান্ত’র অধিনায়কত্ব নিয়ে খুশি বিসিবি। তবে অধিনায়ক পরিবর্তন নয় বিকল্প কিছু ভাবছে বিসিবি।

যেমনটা আমরা দেখেছি আইপিএলে। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন রুতুরাজ। তবে পেছন থেকে কলকাটি নাড়ছেন ধোনি। দুজনে মিলে যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। ঠিক এই রকম একটা সুচিয়েশন দেখা যাবে এবার বাংলাদেশ দলে।

নাজমুল হোসের শান্ত থাকবেন অধিনায়ক কিন্তু সিদ্ধান্ত নিতে অধিনায়ককে সাহায্য করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। মানে শান্ত থাকবেন নামে অধিনায়ক মাঠে অবস্থা বুঝে ব্যবস্থা নিবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে