ঢাকা, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

সিরিজ বাঁচানোর মিশনে আগামীকাল যে সময়ে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ২২ ১৫:৩৭:২৬
সিরিজ বাঁচানোর মিশনে আগামীকাল যে সময়ে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়

চলছে যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মত র‌্যাংকিংয়ে সেরা ১০ এর মধ্যে থাকা দলকে হারিয়েছে তারা। ফলে সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিকরা। তাইতো দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।

সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নাই। তাইতো দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের একাদশে আসতে পারে পরিবর্তন। লিটনকে বাদ দিয়ে সেরা একাদশে খেলানো হতে পারে ফর্মে থাকা তানজিদ হাসান তামিমকে। তার ওপেনার পার্টনার হতে পারেন সৌম্য সরকার।

তিন নম্বরেই আসতে পারে পরিবর্তন। নাজমুল হোসেন শান্তকে নিচে নামিয়ে তিন নম্বরে খেলতে পারেন সাকিব আল হাসান। কেননা ফর্মে নেই শান্ত। চার নম্বরে ব্যাটিংয়ে আসতে পারেন তাওহীদ হৃদয়। পাঁচে ব্যাটিংয়ে আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৬ নম্বরে ব্যাটিং করবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ।

৭ নম্বরে ব্যাটিংয়ে আসবেন জাকের আলী অনিক। তবে জাকের সাথে ইনজাস্টিস করছে টিম ম্যানেজমেন্ট। তাকে আরও ওপেরে খেলানো দরকার। পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে দেখা যাবে রিশাদ হোসেন ও শেখ মাহাদীকে। বাংলাদেশ সময় আগামীকাল রাত ৯টায় মাঠে নামবে দুই দল।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহাদী, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে