ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আইপিএলের শিরোপা জিতে বিশাল অংকের টাকা পুরুস্কার পেলো কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ২৭ ০০:৩৩:৩১
আইপিএলের শিরোপা জিতে বিশাল অংকের টাকা পুরুস্কার পেলো কলকাতা

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর আজ আবারও আইপিএলে শিরোপার স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। সব শেষ ২০১৪ সালে আইপিএল শিরোপা ঘরে তোলে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। এর আগে ২০১২ সালে একবার চ্যাম্পিয়ন হয় দলটি। এবার দিয়ে তৃতীয় বারের মত শিরোপা জিতলো কলকাতা নাইট রাইডার্স।

ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি দলের ব্যাটাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারের আগেই ১৮.৩ ওভারে ১১৩ রানে অল-আউট হয় সানরাইজার্স হায়দরাবাদ। ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় কলকাতা তুলে নেয় ৮ উইকেটের বড় জয়।

আইপিএলে মোট ৪৬.৫ কোটি টাকার পুরস্কার রাখা হয়েছে; যা বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়। শুধু চ্যাম্পিয়ন বা রানার্স দল নয়, একইসঙ্গে ব্যক্তিগত একাধিক বিভাগেও থাকছে পুরস্কার। চ্যাম্পিয়ন দল হিসেবে কলকাতা পাবে ২০ কোটি টাকা। আর রানার্সআপ হায়দরাবাদ পাবে ১৩ কোটি টাকা।

আইপিএলের পুরো মৌসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে অরেঞ্জ ক্যাপ পুরস্কার দেওয়া হয়। অরেঞ্জ ক্যাপ বিজয়ীকে দেওয়া হবে ১৫ লাখ টাকা। আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে যান পার্পল ক্যাপ। এবার পুরস্কার হিসেবে দেওয়া হবে ১৫ লাখ টাকা। উদীয়মান খেলোয়াড় ২০ লাখ টাকা পুরস্কার পাবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে