ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জাপান সফরে প্রধান উপদেষ্টা ইউনূস

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ২৮ ০৯:৫০:২১
জাপান সফরে প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: দূরপাল্লার কূটনীতির আরেকটি অধ্যায় শুরু করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এক সম্মেলনে অংশ নিতে চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে যাত্রা করেন অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা।

টোকিওতে তিনি অংশ নেবেন বহুল আলোচিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষ সম্মেলনে। সেখানে এশিয়ার অর্থনৈতিক দিকনির্দেশনা, নিরাপত্তা ও রাজনৈতিক সমীকরণ নিয়ে নিজের ভাবনার প্রকাশ ঘটাবেন অধ্যাপক ইউনূস।

তবে এই সফর শুধু বক্তৃতার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে আলোচনায় আসবে বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি ও অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদে দক্ষতা বৃদ্ধিসহ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথনকশা।

সফরের প্রতিটি মুহূর্তই সাজানো হয়েছে সুপরিকল্পিতভাবে। জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের সূচি রয়েছে প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে উঠে আসবে দুই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, প্রযুক্তিগত অগ্রগতি ও জ্বালানি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যু।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই জানিয়েছে, সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার লক্ষ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। একইসঙ্গে জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল-ট্র্যাকে রূপান্তরের লক্ষ্যে ‘নোট অব এক্সচেঞ্জ’ সইয়ের সম্ভাবনাও রয়েছে।

সব মিলিয়ে, এই সফর হতে যাচ্ছে বাংলাদেশ-জাপান সম্পর্কের এক নতুন মোড় ঘোরানোর সম্ভাবনাময় অধ্যায়। রাষ্ট্রীয় প্রটোকলের আনুষ্ঠানিকতা পেরিয়ে যেখানে দেখা যাবে কূটনীতির গভীরতা, অর্থনীতির বাস্তবতা এবং ভবিষ্যতের যৌথ স্বপ্ন।

সফর শেষে অধ্যাপক ইউনূসের আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ